Alan Rickman-Google Doodle: গুগল ডুডলে 'প্রফেসর স্নেপ' ওরফে অ্যালান রিকম্যান, জানুন এর কারণ, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: হ্যারি পটার সিনেমার ‘প্রফেসর স্নেপ‘ (Professor Snap)-এর চরিত্র মনে আছে? ফুলস্লিভ কালো আলখেল্লা পোশাক, মাথার মাঝে সিঁথি করা ও দুই পাশে কাঁধ অব্দি সমানভাবে পড়ে থাকা সোজা চুল, সর্বদাই কপালে গম্ভীর ভাঁজ এবং চোখের নিদারুণ অভিনয় এইসবেরই মিশ্রণ ছিলেন সবার প্রিয় ‘প্রফেসর স্নেপ’ তথা অ্যালান রিকম্যান (Alan Rickman)।

অ্যালান রিকম্যান জনপ্রিয় কেন? (What is Alan Rickman most known for?)

হ্যারি পটার (Harry Potter) সিনেমার আলোচ্য চরিত্রগুলোর মধ্যে অন্যতম হলেন প্রফেসর সেভেরাস স্নেপের চরিত্র (Professor Severus Snap)। এই চরিত্রে অভিনয় করেছিলেন অ্যালান রিকম্যান। সেভেরাস স্নেপ চরিত্রের সৃষ্টিকর্তা হলেন ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং (J K Rowling)। হ্যারি পটার উপন্যাসের অন্যতম কাল্পনিক চরিত্র হল প্রফেসর সেভেরাস স্নেপের চরিত্র। হ্যারি পটার উপন্যাস রূপোলী পর্দা দখল করলে সেই চরিত্রকে জীবন্ত করে তোলেন অ্যালান রিকম্যান।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Alan Rickman-Google Doodle: গুগল ডুডলে ‘প্রফেসর স্নেপ’ ওরফে অ্যালান রিকম্যান, জানুন এর কারণ, গ্রাফিক্স: বাহক

আরও পড়ুন: Why Easter is celebrated with eggs: ইস্টার উদযাপনের সঙ্গে ডিমের কী সম্পর্ক রয়েছে? জানুন ইস্টার ডের ইতিহাস 

অ্যালান রিকম্যান ১৯৪৬ সালে ২১শে ফেব্রুয়ারি তারিখে ইউনাইটেড কিংডমে জন্মগ্রহণ করেন। প্যানক্রিয়েটিক ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালে ১৪ই জানুয়ারি তারিখে ৬৯ বছর বয়সে তিনি মারা যান। অ্যালান রিকম্যান কর্মজীবনে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে বিশ্বজুড়ে তিনি আট থেকে আশি সবার প্রিয় হয়ে ওঠেন ‘হ্যারি পটার এন্ড দ্য ফিলোজফার্স স্টোন’ (Harry Potter and The Philosopher’s Stone) সিনেমার দৌলতে। এই সিনেমায় তিনি প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও, পরবর্তীকালে সময়ের তালে তাঁর চরিত্র আরও জটিল ও রহস্যময়ী হয়ে ওঠে। যা আজও পর্যন্ত দর্শকদের মনে বিশেষ স্থান দখল করে রেখেছে।

গুগল ডুডলে অ্যালান রিকম্যান কেন? (Why is Alan Rickman the Google Doodle?)

অ্যালান রিকম্যান খ্যাতি অর্জন করেন ১৯৮৭ সালে ‘লেস লাইজন্স ডেঞ্জারাস‘ (Les Liaisons Dangereuses) নামক নাটকে অভিনয় করার মাধ্যমে। গত রবিবারে এর ৩৬ বছর পূর্তি হয়। এই বর্ষপূর্তি পালনের উদ্দেশ্যেই গুগল ডুডল তুলে ধরল অ্যালান রিকম্যানের ছবি। নাটকটিতে দুর্দান্ত অভিনয় প্রদর্শনের কারণে তাঁর নাম ‘টোনি অ্যাওয়ার্ড’ (Tony Award)-এর জন্য মনোনীতও হয়েছিল।

Alan Rickman-Google Doodle: গুগল ডুডলে ‘প্রফেসর স্নেপ’ ওরফে অ্যালান রিকম্যান, জানুন এর কারণ, গ্রাফিক্স: বাহক

অ্যালান রিকম্যান ১৯৮৮ সালে ‘ডাই হার্ড’ (Die Hard) সিনেমায় ‘হ্যান্স গ্রূভার’ (Hans Gruber) চরিত্রে অভিনয় করার মাধ্যমে সিনেমা জগতের অংশ হন। এরপরে তাঁকে ১৯৯১ সালে ‘রবিন হুড: প্রিন্স অফ থিভস’ (Robin Hood: Prince Of Thieves) সিনেমায় দেখা যায়। এই সিনেমার পার্শ্বচরিত্রে দুর্দান্ত অভিনয় করার দৌলতে সাপোর্টিং রোল বিভাগে সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসাবে ‘বাফতা অ্যাওয়ার্ড’ (BAFTA Award) পান তিনি। তাঁর এই যাত্রা অব্যাহত থাকে দীর্ঘ সময় পর্যন্ত।

আরও পড়ুন: Mario Molina: গুগল ডুডলে মারিও মোলিনা, কে মারিও মোলিনা? ওজোন স্তর ক্ষয়ের রহস্য ভেদে রয়েছে অবিস্মরণীয় অবদান

‘ডোগমা’ (Dogma) ও ‘গ্যালাক্সি কোয়েস্ট’ (Galaxy Quest)-এর মতো সিনেমায় কৌতুকপ্রদ চরিত্রেও তাঁকে অভিনয়ের ছাপ ছাড়তে দেখা যায়। এছাড়াও তিনি ‘লাভ অ্যাকচুয়ালি’ (Love Actually) ও ‘অ্যালাইস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড’ (Alice In The Wonderland) সিনেমাতেও অভিনয় করেন। আবার টেলিভিশনের পর্দাতেও নিজের অভিনয় প্রদর্শন করেন তিনি। আজ সশরীরে তিনি আর এই পৃথিবীতে নেই। তবে এখনও বহু মানুষের হৃদয়ে প্রিয় প্রফেসর স্নেপ হিসাবে গ্রথিত থেকে গেছেন অ্যালান রিকম্যান।

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯