বাহক নিউজ় ব্যুরো: ঠিক একবছর আগে কলকাতার বেলভিউ থেকে আমাদের ছেড়ে ছলে গিয়েছিলেন সৌমিত্র চ্যাটার্জি। শেষের দিকে তার করার সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘বেলাশুরু’। একবছর পেরিয়ে গেলেও এখনও কেন মুক্তি পাচ্ছে না সিনেমাটা, সেটা জানতে আগ্রহী সিনেমা-প্রেমী মানুষেরা। সে প্রশ্নেরই জবাব দিলেন সিনেমাটির পরিচালক শিবপ্রসাদ মুখার্জী।

সৌমিত্র চ্যাটার্জিকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর তাঁকে আর ধরে রাখা যায়নি। যতদিন সুস্থ ছিলেন ততদিন অভিনয়ের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চেয়েছিলেন সৌমিত্র বাবু। চাইতেন আরো অনেক অভিনয়ের মাধ্যমে আরো ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে। শুধু সিনেমা নয় মঞ্চেও অভিনয় করতে চাইতেন আরো বেশ কিছু। একাধিকবার অসুস্থ হয়েও ফিরে এসেছেন, কিন্তুু ঠিক একবছর আগে আর ফিরতে পারেননি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

শেষ বয়েসে স্বাতীলেখা সেনগুপ্তের সঙ্গে জুটি বেধে করেছিলেন ‘বেলাশেষে’। শিবপ্রসাদের সেই সিনেমার সিক্যুয়েল ‘বেলাশুরু’তে নিজেদের জীবনের একদম শেষ পর্যায়ে এসে অভিনয় করেছিলেন তাঁরাই। সিনেমাটি এখনও কেন মুক্তি পাচ্ছেনা প্রশ্ন করছেন সিনেমা-প্রেমীরা।
এই প্রসঙ্গে পরিচালক শিবপ্রসাদ বলেছেন, “সামনের বছর রিলিজ করবে ‘বেলাশুরু’। উনি যে এই একবছর আমাদের মধ্যে নেই, এটার একটা প্রভাব পড়েছে আমাদের মধ্যে। ওঁর সঙ্গে অনেক কাজ করার পরিকল্পনা ছিল। সেগুলো আর কিছুই করা হল না। ‘বেলাশুরু’ সিনেমাটা নিয়ে যে ভাবনা রয়েছে, এখনও পর্যন্ত করে উঠতে পারিনি।”

কিন্তুু কেন এতদিন পর মুক্তি পাবে সিনেমাটা ? এর উত্তরে পরিচালক বলেন, “সবে সিনেমা হলে ৭০ শতাংশ দর্শকাসনের অনুমতি পাওয়া গিয়েছে। আমরা অপেক্ষা করছি কবে ১০০ শতাংশ অনুমতি মিলবে। সেটার জন্যই আমরা ছবিটা রিলিজ করিনি এখনও। আমরা চাই দর্শক ১০০ শতাংশ অনুমতিতে দেখতে আসুন। ‘বেলাশেষে’ যে জিনিসটা দেখেছে, আমরা চাইব, ‘বেলাশুরু’তে সেটাই দেখুক। তার জন্য আর একটু অপেক্ষা করা দরকার বলে আমরা মনে করি। এখনও পর্যন্ত এই জিনিসটা বজায় রাখতে পেরেছি, যে ছবিটা ওটিটি কিংবা স্যাটেলাইটে দিয়ে দিইনি।”