Table of Contents
Bahok News Bureau: প্রতি বছর ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস (World AIDS Day) পালন করা হয়। এটি একটি আন্তর্জাতিক দিবস। যেখানে এইচআইভি (HIV) সংক্রমণের কারণে সৃষ্ট এইডস রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই বিশ্বব্যাপী এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। এইডস (AIDS) রোগে মৃত্যু হয়েছে এমন মানুষদের স্মরণ করা এবং বর্তমানে এই রোগে যে সমস্ত মানুষ ভুগছেন তাদের সাহায্য করে এইডস প্রতিহত করাই হলো বিশ্ব এইডস দিবস পালনের অন্যতম উদ্দেশ্যে।
বিশ্ব এইডস দিবসের ইতিহাস ও তাৎপর্য (History & Significance of World AIDS Day 2023)
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation) ১৯৮৮ সালের ১লা ডিসেম্বর অর্থাৎ ৩৫ বছর আগে বিশ্ব জুড়ে প্রথম এইডস দিবস পালন করা শুরু করেছিল। তারপর থেকে প্রতি বছর এ দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সরকারি থেকে শুরু করে বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়ে শিক্ষা দিয়ে এই দিনটি পালন করে থাকে।
বিশ্ব ব্যাপী এইডস রোগীর পরিসংখ্যান
২০২০ সাল পর্যন্ত এইডসের কারণে মৃত্যু হয়েছে প্রায় ৪৭.৮ মিলিয়ন মানুষের এবং বিশ্বব্যাপী প্রায় ৩৭.৭ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত রয়েছেন। তাই প্রতি বছর এইডস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এবং এইডস নামক মহামারী প্রতিরোধ করতে বিশ্ব এইডস দিবস হিসেবে পালন করা হয়।
২০২৩ সালে বিশ্ব এইডস দিবসের থিম কী? (Theme of World AIDS Day 2023)
প্রতি বছর বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বিশেষ থিম ভাবা হয়। এ বছর বিশ্ব এইডস দিবসের থিম হলো ‘let communities lead’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এইচআইভি-র প্রতিক্রিয়ার আকার দেওয়ার জন্য সমাজের প্রভাবগুলি চিহ্নিত করার উদ্দেশ্যে এ বছর এমন থিম করা হয়েছে। বিশ্ব ব্যাপী এইডস দিবস পালনের মধ্যে দিয়ে সারা বিশ্ব একত্রিত হয়ে ওঠে এবং এইডসের বিরুদ্ধে লড়াই করে। এইডস প্রতিরোধের জন্য সঠিক শিক্ষাটাও জরুরি। এ জন্য বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষামূলক প্রচার বা কর্মসূচি চালানো হয়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।