বাহক নিউজ় ব‍্যুরো: ফের কলকাতায় রহস্য মৃত্যু। স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী । আপাতত আহত অবস্থায় স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। তবে মহিলাকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা । কোলকাতার গড়িয়া সংলগ্ন রামগড়ের ঘটনা। কি কারণে খুন এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের ঘটনা। স্বামী সাব্বির আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ । পাশের বাড়িতে পরিচারিকার কাজ করতেন স্ত্রী সারমিন । সেই বাড়িতে গিয়ে শারমিন বিবি কে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রকাশ্যে এমন একটি খুনের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। স্থানীয়রা কার্যত হতভম্ব। ক্ষতবিক্ষত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে স্বামী সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রামগড় এলাকার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন সাররমিন বিবি। এদিন দুপুর দেড়টা নাগাদ খবর পাওয়া যায়, যে বাড়িতে পরিচারিকার কাজ করতেন তিনি সেই বাড়ির ছাদে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে আর পাশের একটি নির্মীয়মান বাড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিলেন সাব্বির আলী।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গত কয়েকদিন ধরে বাড়ি ফেরেননি গড়িয়ার বোড়ালের বাসিন্দা সারমিন বিবি। রামগড়ের ওই বাড়িতে কাজ করছিলেন তিনি। জানা গিয়েছে এদিন ওই নির্মীয়মান বাড়ির ছাদের থেকে লাফ মেরে সাব্বির আলী যান পাশের বাড়ির ছাদে। সেখানেই তিনি নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করেন। ধারালো অস্ত্র ব্যবহার করে একের পর এক কোপ মারেন‌। সারমিন বিবির গলার নলি কেটে ফেলা হয়েছে। পুলিশের অনুমান এরপরেই সাব্বির পাশের নির্মীয়মান বাড়িতে ফিরে আসে ও নিজের শরীর কোপ বসায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ।

ঠিক কি কারণে এমন মারমুখী হয়ে উঠলেন সাব্বির ,তা এখন স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তি এর মূল কারণ। তাদের ১২ বছরের সন্তান রয়েছে বলে জানা গিয়েছে।