বাহক নিউজ় ব্যুরো:একুশের আইপিএলে ৫৩তম ম্যাচে ধোনি এমন একটা কিছু বললেন যার ফলে ঘনিয়ে গেল অনিশ্চয়তার কালো মেঘ। চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ শুরু হওয়ার আগে ওই উত্তর শুনে স্বাভাবিকভাবেই ‘থালাইভার’ উপস্থিতি নিয়ে জোরকদমে শুরু হয়ে গেছে বিশ্লেষণ-চর্চা।
চলতি সপ্তাহে বৃহস্পতিবারে ছিল চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস-এর ম্যাচ। এই ম্যাচেই হেরে যায় চেন্নাই। উল্লেখ্য, ম্যাচের শুরুতে টস করার সময় সঞ্চালকের সামনে দাঁড়িয়ে ধোনি এমন কিছু বললেন, যা একাধিক প্রশ্নের জন্ম দিল। তিনি পুরোটা স্পষ্টভাবে না বললেও বেশ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন বলে মনে করেছে বিশেষজ্ঞ মহল।
টস করতে নেমে চেন্নাই হেরে যায়, এরপরেই তিনি সঞ্চালকের সঙ্গে কথা বলার সময় বলেন, “হলুদ বস্ত্রে আপনি আমাকে পরের মরসুমে দেখতে পাবেন ঠিকই, কিন্তু আমি চেন্নাই সুপার কিংস-এর খেলবে কিনা আপনি জানেন না। দুটি দল আসছে, আসছে অনেক অনিশ্চয়তাও, রিটেনশনের নিয়ম আমাদের অজানা, তাই…”।
আরও পড়ুন – অংশুর নজির! বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ভারতীয় মহিলা
উল্লেখ্য, চলতি আইপিএল-এ মাহির ব্যাট ফর্মে দেখা যায়নি। ধোনির ব্যাট-এর ‘ধুনে’ দেওয়ার দৃশ্যের সাক্ষী এখনও হতে পারেনি দর্শকরা। ফলত, মাহির ফর্ম এবং সিএসকে-এর ভবিষ্যৎ–এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্নের ঝড়। ফলস্বরূপ, আগামী আইপিএল মরসুমে মাহির খেলার আকাশে দেখা যাচ্ছে অনিশ্চয়তার মেঘ।
Preparations & warm-ups ✅
Time to hit the ground running 👌 👌
3⃣, 2⃣, 1⃣ & HERE WE GO! 👏 👏 #VIVOIPL | #CSKvPBKS | @ChennaiIPL | @PunjabKingsIPL
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/Vc0insXYoc
— IndianPremierLeague (@IPL) October 7, 2021