Table of Contents
Bahok News Bureau: অনেকেই বাড়িতে কুকুর থেকে শুরু করে বিড়াল পোষ মানাতে ভালোবাসেন। পোষ্যের প্রতি মানুষের ভালোবাসা বা টান এতটাই হয়ে থাকে যে, পোষ্যের জন্য নিজের প্রাণটাও দিতে পারেন মানুষ। গতকাল দক্ষিণ কলকাতায় এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটলো, যেখানে পোষ্য বিড়ালের (Pet Cat) প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন ৩৩ বছর বয়সী এক মহিলা। চলুন ঘটনাটি সম্পর্কে বিশদে জেনে নিন।
বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মহিলা
গতকাল অর্থাৎ সোমবারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার (South Kolkata) লেক এভিনিউ রোডের টালিগঞ্জের একটি বহুতলে । যেখানে নিজের পোষ্য বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায় ওই মহিলা। সোমবার সকালে ঘটে এই ঘটনা। ওই মৃত মহিলাটি নাম অঞ্জনা দাস, বয়স ৩৩। বহুতলটি আটতলা বিশিষ্ট এবং এর ছয়তলা থেকে পড়ে যান অঞ্জনা দাস।
ঠিক কী ঘটেছিল?
প্রতিবেশীদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওই মহিলা সকাল থেকেই তার বিড়ালটির খোঁজ করছিলেন। বিড়ালটি না পেয়ে ছাদের কার্নিশ ধরে নীচের ফ্লোরে নামার চেষ্টা করেন। আর সে সময়ই বহুতল থেকে পড়ে যান মহিলা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কয়েকজন প্রতিবেশী। তড়িঘড়ি করে তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে (MR Bangur Hospital) নিজে যাওয়া হয়। তবে শেষ রক্ষা করা যায়নি। যাওয়ার পথেই মৃত্যু হয় অঞ্জনা দাসের।
প্রসঙ্গত, মৃত অঞ্জনা দাস দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে লেক অ্যাভিনিউয়ের ওই বহুতলে থাকতেন।মহিলা বিবাহিত হলেও স্বামীর সঙ্গে থাকে না। স্বামী থাকে বিদেশে। কোর্টে স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলা চলছে। প্রতিবেশীদের থেকে জানা গিয়েছে, তিনি পোষ্য পুষতে ভালোবাসতেন। তার কাছে বেশ কিছু পোষ্য ছিল। যে পোষ্যকে বাঁচাতে গিয়ে তার মৃত্যু হলো, সেটি গত দেড় মাস আগেই বাড়িতে এনেছিলেন তিনি। পোষ্যের প্রতি অঞ্জনা দাস ছিলেন খুবই দুর্বল, আর সেই দুর্বলতা থেকেই তরতাজা প্রাণ হারিয়ে বসলেন তিনি।
আরও পড়ুন: Visa-Free Entry Offer in Malaysia Tour 2023: মালয়েশিয়ায় ভারতীয়দের ‘ভিসা ফ্রি এন্ট্রি’
আরও পড়ুন: Cricket : এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে ধনী ৫ ক্রিকেটার কারা! জেনে নিন
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।