বাহক নিউজ় ব্যুরো: কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া হল ঐতিহাসিক পদক্ষেপ। এবার থেকে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে শুধু ছেলেরাই নয়, মেয়েরাও আবেদন করতে পারবে এবং ভর্তিও হতে পারবে। সুপ্রিম কোর্টের চাপে পড়ে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে মেয়েদের ভর্তি হওয়ার ব্যাপারে অবশেষে সম্মতি দিতে হল কেন্দ্রীয় সরকারকে। তবে, কেন্দ্রের তরফে এও জানানো হয় যে, জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে মেয়েদের পরীক্ষার আয়োজন এবছরই করা সম্ভব নয়।

কিছুদিন আগেই জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে মেয়েদের ভর্তি না হতে দেওয়ার ব্যাপারেই একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাতেই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করে যে, যেখানে ভারতীয় সেনায় মহিলা নিয়োগ করা হচ্ছে, সেখানে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে মহিলা নিয়োগ করা হয় না কেন? শীর্ষ আদালতের এই প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় সরকার মেয়েদের নিয়োগ হওয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানায়। কেন্দ্রের তরফে স্পষ্টরূপে জানানো হয় যে, আগামী বছর থেকে মেয়েরা জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য, এও জানানো হয়েছে যে, মেয়েদের জন্য পৃথক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই নয়া নিয়ম কার্যকরী হয়ে গেলে, দ্বাদশ শ্রেণীর পড়া শেষ করার পরই জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির পরীক্ষায় বসতে পারবে। তবে, উল্লেখ্য, নয়া নিয়ম এবছরই কার্যকরী হচ্ছে না, আগামী বছর থেকে অর্থাৎ ২০২২ সাল থেকে হবে। এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে করা আবেদনের কারণে। কেন্দ্রের তরফে আবেদন করা হয়েছে যে, সুপ্রিম কোর্ট যেন এবছরই মেয়েদের প্রবেশিকা পরীক্ষা নেওয়ার নির্দেশ না দেয়, তবে সামনের বছর থেকে মেয়েদের জন্য আলাদা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা অবশ্যই করা হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই আবেদনকে মান্যতা দেয়।