বাহক নিউজ় ব্যুরো: শুরু থেকেই বলা হচ্ছিল গ্রুপ-১ ‘গ্রুপ অফ ডেথ’। হলও ঠিক তাই, ভালো খেলেও গ্রুপের খেলা গুলোর পরই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচে চারটে জিতে আট পয়েন্ট নিয়েও তুলনামূলক কম নেট রান রেট থাকায় সেমি ফাইনালে উঠতে পারল না তারা। গ্রুপ ১ থেকে সেমি ফাইনালে উঠল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
গতকাল অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারানোয় গ্রুপের শেষ ম্যাচটি জমে গিয়েছিল। শেষ ম্যাচে সাউথ আফ্রিকা বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে পারলে বাদ পড়তে পারত ইংল্যান্ডও। আবার কিছুটা বেশি ব্যবধানে হারালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা উঠত, বাদ পড়ে যেত অস্ট্রেলিয়া। এরকমই মজাদার ছিল ‘গ্রুপ অফ ডেথে’র শেষ ম্যাচের সমীকরণ। নেট রান রেট ভালো থাকায় একই পয়েন্ট পেয়ে সেমি ফাইনালে প্রবেশ করল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
ক্রিকেট বিশ্ব সাক্ষী থাকল বাভুমাদের লড়াইয়ের। শেষ ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেন ইংল্যান্ডের অধিনায়ক ইওন মর্গ্যান। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওভারের চতুর্থ বলে মইন আলি রেজা হেনড্রিক্সকে ২ রান আউট করেন। ওই সময় কিছুটা ধীর গতিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। রাসি ভ্যান ডার দাসেন এবং ডি’ককের জুটিতে ৫২ বলে ৭১ রানে ওঠে। ২৭ বলে ৩৪ রান করে সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক। এরপর এইডেন মার্করাম ও দাসেনের জুটিতে ৫২ বলে ১০৩ রান হয়।
১৯০ রান তাড়া করতে নেমে ওপেনার জেসন রয়ের রিটায়ার হার্টে কিছুটা থমকে যায় ইংল্যান্ড। মইন আলি ও বাটলারের জুটিতে যখন কিছুটা ছন্দ ফিরছে, তখন ১৫ বলে ২০ রান করে আউট হন জস বাটলার। এরপর জনি বেয়ারস্টো এসেই আউট হন। মইন ও দাভিদ মালান ৩৬ বলে ৫১ রান করেন। ২৭ বলে ৩৭ রানে আউট হন মইন। এরপর মালান ও লিয়াম লিভিংস্টোন দলকে এগিয়ে নিয়ে যান। ২৬ বলে ৩৩ রান করে লিভিংস্টোন আউট হতে মাঠে আসেন মর্গ্যান। এই সময় কাগিসো রাবাডার হ্যাটট্রিক ম্যাচের ফলাফল গড়ে দেয়। নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ১৭৯ রানে থামে ইংল্যান্ড। ১০ রানে ম্যাচ জিতলেও প্রয়োজনীয় বড় মার্জিনে ম্যাচ জিততে না পারায় ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে যেতে হল দক্ষিণ আফ্রিকাকে।
পাঁচ ম্যাচ শেষে ইংল্যান্ডের নেট রান রেট হল +২.৪৬৪, অস্ট্রেলিয়ার +১.২১৬। দক্ষিণ আফ্রিকা +০.৭৩৯ রান রেট নিয়ে ৮ পয়েন্টে তাদের ওয়ার্ল্ড কাপ শেষ করল।
Published on Sunday, 7 November 2021, 9:23 am | Last Updated on Sunday, 7 November 2021, 9:23 am by Bahok Desk









