এখনও পঞ্জশিরে লড়াই চালাচ্ছে আফগানরা। এবার পালটা হামলা করায় নিহত হলো তালিবানের ৩০০জন।
আবার আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠনের জন্য বেশ প্রস্তুতি নিচ্ছে তালিবান। তালিবানরা আফগানিস্তান দখল করতে পারলেও, এখনো তাদের দখলের বাইরে পঞ্জশির। এর মধ্যেই বেশ বড়ো ধাক্কা খেলো তালিবান। বাগলানে মারা গেছেন ৩০০ তালিবান, এমনই দাবি করা হচ্ছে। নিহত ছাড়াও বন্দি করা হয়েছে বেশকিছুজন কে।

এক সাংবাদিক টুইট করে জানিয়েছেন বাগলেন তালিবানদের উপর এই হামলার খবর। দাবি করা হয়েছে, হঠাৎ করে এই রকম হামলা সামলাতে পারেনি তালিবান। তালিবান কাবুল দখল করতে পারলেও এখনো কয়েকটি জেলা দখল করতে পারেনি তারা। এর মধ্যে একটি প্রদেশ হলো পঞ্জশির। এছাড়াও উত্তর বাগলানের তিনটি জেলা তালিবানরা দখল করতে পারেনি। তাই এখনও বকি জেলা গুলি দখল করার জন্য লড়াই চালাচ্ছে তালিবান।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আবার পঞ্জশির দখলের জন্য ওই দিকেই এগোচ্ছে তালিবানরা। পঞ্জশিরের তালিবান বিরোধী নেতা জানান, তারা কোনো ভাবেই তালিবানের সামনে মাথা নত করবেন না। তিনি আরও বলেন, যে তারা যুদ্ধ চান না কিন্তু তালিবান রা যা শুরু করেছে বা যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে লড়াই অনিবার্য।

এদিকে তালিবানরা মনে করছে, যদি এই এলাকা গুলি দখল না করতে পারে তাহলে সরকার চালানো অনেক কঠিন হয়ে পড়বে। তাই তারা এই পঞ্জশিরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু তালিবান বিরধী নেতাও চোখে চোখ রেখে লড়ায়ের জন্য প্রস্তুত কিন্তু তাও জীবন থাকতে তারা তালিবানের কাছে মাথা নত করবে না।

Published on Monday, 23 August 2021, 11:43 am | Last Updated on Monday, 23 August 2021, 10:16 pm by Bahok Desk