বাহক নিউজ ব্যুরো: আফগানিস্থানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ পঞ্জশিরেঘাঁটি তৈরি করেছেন। তালিব দের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে নর্দান এলায়েন্সের সাথে একজোটে প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, তালিবান জঙ্গিরা আফগানিস্তানের প্রায় সম্পূর্ণ দখল করতে পারলেও হিন্দুকুশ পর্বতমালার দুর্গম পার্বত্য অঞ্চল এখনও সালেহ’র দখলেই। এদিকে আফগানিস্থানের সম্পূর্ণ দখল নিতে দফায় দফায় সংঘর্ষ চলছে নর্দান এলায়েন্স এর সাথে তালিবান গোষ্ঠীর। এদিন, হঠাৎ-ই তালিবানরা গুলি চালাতে শুরু করে; পাল্টা প্রত্যাখ্যাত করেন নর্দান এলায়েন্স নেতা আবদুল মাসুদ ও প্রাক্তণ ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ। আফগানিস্থান দখলের লড়াই এ তালেব ও নর্দান এলায়েন্সের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ৷
বাস্তবিক রক্তলীলার মাঝে মুখে আলোচনার বার্তা তালিবান গোষ্ঠীর৷ আলোচনার মাধ্যমেই সমাধানের বার্তা দিয়েছেন তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদর।