বাহক নিউজ় ব্যুরো: পঞ্জশির বনাম তালিবান লড়াইয়ে অ্যান্টি-তালিবান দলের হাতে এলো উল্লেখযোগ্য সফলতা। যেখানে পুরো পঞ্জশির ঘিরে আছে তালিবানি ‘জঙ্গিদের’ দ্বারা। সেখানে, একা পঞ্জশিরের মুখোমুখি হয়ে খতম হল ৩৪ জন তালিবান ‘জঙ্গি’। তবে, ইন্টারনেট পরিষেবা এখন স্তব্ধ। এই সমস্ত কিছুই জানতে পারা পারা গেছে এক খ্যাতনামা সংবাদ সংস্থার মাধ্যমে।
১৫ই আগস্টে তালিবান সমগ্র আফগানিস্তান দখল করে নিলেও, আফগানিস্তানের এই একটি এলাকা দখলে নিতে পারেন নি। সেই প্রকাশে আসতেই তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই দল। এরপরেই, একাধিকবার সংঘর্ষের খবরও পাওয়া গেছে। এরই মাঝে, ওই সংবাদ সংস্থার মাধ্যমে জানা গেছে যে, মঙ্গলবারে তালিবানের তরফে পঞ্জশিরে হামলা চালানো হয়। তবে, এই হামলায় জিততে পারেনি তালিবান ‘জঙ্গিরা’ এবং নিহত হয় ৩৪ জন তালিবান।
এদিকে, তালিবান নেতা আমির খান মোতাকি পঞ্জশিরের বাসিন্দাদের ‘বিদ্রোহী’ তকমা দিয়ে আফগানিস্তানবাসীদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তাও রেকর্ড করেছেন। সেই বার্তায় তিনি বলেছেন যে, ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান সমস্ত আফগানের ঘর। তিনি এও দাবি করেন যে, তালিবানরা ‘বিদ্রোহীদের’ সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু, ‘বিদ্রোহীরা’ রাজি না হওয়ায় ইতিবাচক পদক্ষেপ নিতে পারা যায়নি।