বাহক নিউজ ব্যুরো : গত বৃহস্পতিবার,কাবুল বিমানবন্দরের বাইরে আমঘাতি জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০০ জন। মৃতদের মধ্যে আমেরিকার ১৩ জন সেনা ও ২ ব্রিটিশ নাগরিকও রয়েছেন। ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গী সংগঠন
আইসিস, যা তালিবানদের থেকেও আরও অনেক বেশী ভয়ঙ্কর বলেই মনে করা হচ্ছে।
ঘটনার প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই মতো অভিযান চালিয়ে আমেরিকান আর্মি খতম করেছে দুই আইসিস জঙ্গিকেও।

রোমহর্ষক এই পরিস্থিতি কাটার পরেই তালিবানরা সিল করল কাবুল বিমানবন্দর। শুধু বিমানবন্দর শিল করেই রক্ষে নয়; বিমানবন্দরের যাওয়া-আসার রাস্তাগুলোতে চেক পয়েন্ট বসানো হয়েছে তালিবানদের পক্ষ থেকে। কোথাও সশস্ত্র বাহিনী অথবা কোথাও আফগান সৈন্য সেজে তালিবানরা দাঁড়িয়ে। তাদের দাবি, নির্ধারিত সময়সীমা প্রায় শেষের দিকে বিমানবন্দরের আশেপাশে ভীড় এড়াতেই এহেন সিদ্ধান্ত।
মরার উপর যেন খাড়ার ঘা। শেষ মুহুর্তের উদ্ধারকার্য বাঞ্চাল করে দিতে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা দেখা দিয়েছে আফগানিস্তানে। পেন্টাগনের আশঙ্কা, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই হতে পারে হামলা। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন জানান মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যেই হবে বিস্ফোরণ। এর আগেই দ্রুত সরিয়ে আনতে হবে আমেরিকাবাসীদের।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আফগানমুলুকে জোর কদমে চলছে তালিবান সরকার প্রতিষ্ঠার চেষ্টা। পঞ্জশির কবজা করতে পারলেই তালিবান্দের সরকারের আসা স্রেফ সময়ের
অপেক্ষা। এর মধ্যে আফগানিস্থান থেকে নিরাপদে নাগরিকদের দেশে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বর্হিবিশ্বের বেশিরভাগ দেশগুলির৷