World Children's Day 2023
World Children's Day 2023: বিশ্ব শিশু দিবস কেন পালন করা হয়? কবে পালিত হয়? জানুন এর তাৎপর্য, ইতিহাস ও থিম, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: প্রতি বছর ২০ শে নভেম্ভর (world children’s day 2023) দিনটিকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু কেন, কিভাবে এই দিনটি কে উদযাপন করা হয় এই দিনটি? কি ই বা এর প্রেক্ষাপট?

ভারতে সাধারণত ১৪ই নভেম্বর, পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। কিন্তু অন্যদিকে ২০ শে নভেম্ভর দিনটিকে বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করা হয়। সম্মিলিত জাতিপুঞ্জ দিনটিকে বিশেষ ভাবে মান্যতা দিয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

শিশু দিবস কেন পালন করা হয়? (Why is World children’s day celebrated?)

চারা গাছ প্রকৃতি প্রদত্ত একটা ক্ষুদ্র প্রাণ। জল-যত্ন ,আলো – ছায়া,খাদ্য – পথ্যে সে একটু একটু করে এক দিন সে সুবৃহৎ দীর্ঘ ছায়া প্রদানকারী বৃক্ষে পরিণত হয়। গ্রীষ্মের তপ্ত দাবদাহে তার ছায়ায় লালিত হয় লক্ষ প্রাণ। অন্য দিকে আরেক চারার দল, যাদের অবাঞ্ছিত জন্ম – বৃদ্ধি, তারা “গজিয়ে” ওঠে সিমেন্টের ফাটলে কিংবা নোনা ধরা দেওয়ালে। কালের নিয়মে তাদের পরিণত নাম ‘আগাছা’।

একটি নবজাতক শিশু ও বোধ হয় একটা চারা গাছেরই মত। সযত্ন পালনে যেমন সে হয়ে উঠতে পারে এক সজ্জন বিশ্ব নাগরিক, তেমনি আজন্ম অবহেলিত শিশু একদিন পরিণত হয় পৃথিবীর “বোঝা”য়।
তাই প্রত্যেক শিশু এই পৃথিবীর অমূল্য সম্পদ। একটি পরিবারের তার প্রতি যতটা দায়িত্ব ততটাই দায়িত্ব সমাজেরও তাকে মানুষ হিসেবে গড়ে তোলার। তাই প্রত্যেক শিশুর সুস্থ স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার জন্য যথেষ্ঠ আইনি সুরক্ষা একান্ত জরুরি।

পৃথিবীর প্রায় ২৩৩.৪ মিলিয়ন বাচ্চা অপুষ্টির শিকার। ভারতে ৫.৬ কোটি বাচ্চা ২০২৩ সালেও অপুষ্টিতে ভুগছে। অন্যদিকে সারা বিশ্বে ৭৩.৫ কোটি শিশু ভুগছে যথাযথ পুষ্টির অভাবে। শুধু যে রোজ দুবেলা খাবার জুটছে না, তা নয়। যার জন্য বাড়ছে শিশুমৃত্যুর হার। এই বাস্তব ছবির কথাই তুলে ধরে বিশ্ব শিশু দিবস (world children’s day 2023)

World Children's Day 2023
World Children’s Day 2023: বিশ্ব শিশু দিবস কেন পালন করা হয়? কবে পালিত হয়? জানুন এর তাৎপর্য, ইতিহাস ও থিম, গ্রাফিক্স: বাহক

বিশ্ব শিশু দিবস (world children’s day 2023)

১৯২৫ সালে ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেনশনে (International Labour Organization) প্রথম এই দিনটির প্রস্তাব দিয়েছিল। ১৯৫৪ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শিশুদের অধিকারের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়। ১৯৫৯ সালে শিশুদের অধিকার সবিস্তারে আলোচিত ও স্বীকৃত হয়। অন্যদিকে, ১৯৮৯ সালে শিশুদের অধিকার নিয়ে একটি কনভেনশন আয়োজিত হয়। এই দুটি ঘটনার নজির কে কেন্দ্র করে, সেই ঘটনা দুটিকেই স্মরণ করে পালন করা হয় বিশ্ব শিশু দিবস (world children’s day 2023)

১৯৫৪ সাল থেকে এই দিনটি উদযাপন করা শুরু হয়
২০২৩ সালে বিশ্ব শিশু দিবসের থিম হলো ” For every child, every right”. অর্থাৎ প্রত্যেক শিশু যেনো আইনি ভাবে তার যাবতীয় অধিকার ভোগ করতে পারে

কীভাবে পালিত হয় দিনটি?

এই দিনটি কে সম্মান জানাতে ভারতের রাষ্ট্রপতি ভবনকে সুন্দর আলোকমন্ডিত করে তোলা হয় এবং সারা বিশ্ব ব্যাপী বানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটির উদ্দেশ্য কে তুলে ধরা হয়। বিশ্ব শিশু সপ্তাহের (১৪-২০ শেষ নভেম্বর) থিম হিসেবে এই বছরের সপ্তাহটির নাম রাখা হয়েছে শিশু অধিকার সপ্তাহ (world children’s day 2023 theme)। ২০২২ সালে বিভিন্ন দেশের সংঘাতের কারণে ৫৮০ শিশুর মৃত্যু হয়েছে। তাদের কথা জানিয়েও সরব হয়েছে ইউনিসেফ। প্রত্যেকটি শিশুর সুস্থ জীবনের অধিকার সুনিশ্চিত করাটাই বিশ্ব শিশু দিবসের লক্ষ্য।

আরও পড়ুন: Yogi Government- Halal Products: উত্তরপ্রদেশে নিষিদ্ধ হালাল ট্যাগযুক্ত পণ্য! ঘোষণা যোগী সরকারের, হালাল শংসাপত্র কী? ব্যান করার কারণ কী? জানুন বিস্তারে

আরও পড়ুন: ICC CWC IND vs AUS Final 2023: ভারতের জয় থেকে গেল অধরা! হেরেও গড়তে পারত বিশ্ব রেকর্ড! জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 20 November 2023, 3:12 pm | Last Updated on Monday, 20 November 2023, 3:18 pm by Bahok Desk