Table of Contents
Bahok News Bureau: আজ ১০ই ডিসেম্বর বিশ্ব কোরাল দিবস (World Choral Day 2023)। এই দিনটির মধ্যে দিয়ে সঙ্গীত তথা কোলার সংগীতকে বিশেষ ভাবে উৎযাপন করা হয়। সঙ্গীত আমাদের হৃদয়ের সঙ্গে জুড়ে রয়েছে। দুঃখ কিংবা আনন্দ সব প্রকার আবেগ আমরা গানের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি। কেন এবং কীভাবে বিশ্ব কোরাল দিবস পালন করা হয়? চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
বিশ্ব কোরাল দিবস কেন পালন করা হয়? (Why is World Choral Day Celebrated?)
প্রতি বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে বিশ্ব কোরাল দিবস পালন করা হয়। এ বছর ১০ই ডিসেম্বর বিশ্বজুড়ে বিশ্ব কোরাল দিবস (World Choral Day 2023) পালন করা হচ্ছে। সঙ্গীত এক ধরনের ঔষধ, এক ধরণের থেরাপি। এই সংগীত থেরাপির মধ্যে দিয়ে বিশ্ব ঐক্যবদ্ধ করা যায় এবং শান্তি আনা যায়। তাই বিশ্ব কোরাল দিবস সেই সব মানুষকে উৎসগ করে উদযাপিত হয়, যারা সংগীত শিল্পের মাধ্যমে বিশ্বের শান্তি ও সম্প্রতি নিয়ে আসে।
বিশ্ব কোরাল দিবসের অজানা ইতিহাস (The Unknown History of World Choral Day)
আলবার্তো গ্রাউ (Choral Music Director Alberto Grau) ১৯৯০ সালে হেলসিঙ্কিতে প্রথম বিশ্ব কোলার দিবস উৎযাপন করেন। ভেনেজুয়েলাবাসী আলবার্তো গ্রাউ ছিলেন একজন সংগীত শিক্ষক, কোরাল সঙ্গীত পরিচালক এবং গীতিকার। যিনি ভেনেজুয়েলার কোরাল গ্রুপ (Choral Group of Venezuela) ‘স্কোলা ক্যান্টোরাম ডি কারাকাস’ (Schola Cantorum de Caracas)-এর প্রতিষ্ঠাতাও ছিলেন। এই গ্রুপটির সঙ্গে তিনি অনেক বড় বিজয় অর্জন করেছেন। এই গ্রুপটি সঙ্গীত শিল্পের অসংখ্য উন্নয়ন প্রকল্প যেমন, কারাকাসের স্কোলা ক্যান্টোরাম ফাউন্ডেশন (The Schola Cantorum Foundation of Caracas) এবং ফাউন্ডেশন কোরাল ক্যান্টেমোস আন্দোলনের (Foundation Coral Cantemos movement) ভিত্তি ছিল। বর্তমানে এই বিশেষ দিনটি বিশ্ব ইভেন্টে পরিণত হয়েছে।
কীভাবে বিশ্ব কোরাল দিবস উৎযাপন করা হয়? (How is World Choral Day Celebrated?)
বিভিন্ন দেশের সঙ্গীত ইভেন্ট, সংগীত উৎসব, সেমিনার ইত্যাদির মাধ্যমে এই দিনটি উৎযাপন করা হয়। এই দিনটি উৎযাপন করার জন্য সবচেয়ে ভালো উপায় একটি কনসার্টে গিয়ে কোরাল মিউজিক শোনা। তবে যদি কনসার্টে যেতে না পারেন তবে বাড়িতে বসে কোরাল সঙ্গীত শুনেও এই বিশেষ দিনটি উৎযাপন করতে পারেন। স্পটিফাই সহ আরো অনেক অনলাইন প্ল্যাটফর্মে বিনামূল্যে কোরাল মিউজিল পেয়ে যাবেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।