বাহক নিউজ ব্যুরো: ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব সকলেরই কমবেশী জানা। একসময় সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে ভারতকে সাহায্য করেছিল রাশিয়া। আমেরিকার জাহাজের বিরুদ্ধে রাশিয়া সাবমেরিন পাঠিয়েছিল ভারতের জন্য। তবে এর পেছনে ছিল অন্য কারণ, অর্থাৎ সেইসময় ভারত বহুল পরিমাণ অর্থ দিয়ে রাশিয়ার থেকে অস্ত্র কিনতো।
রাশিয়ার অস্ত্রের সবচেয়ে বড়ো ক্রেতা ছিল ভারত। কিন্তু বর্তমানে আমেরিকা ও ফ্রান্সের মতো দেশ থেকে অস্ত্রের দাম ও গুণমান বিচার করে আমদানি করছে ভারত। এবং এরই প্রভাবস্বরূপ ভারতকে বিভিন্ন টেকনোলজি দিতে অস্বীকার করছে রাশিয়া।
কিছু দিনের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে আর এন এস ভিক্রান্ত। কিন্তু ভারতের হাতে আসতে অনেক দেরী হচ্ছে, এর কারণ জানেন কী??
আসলে এই যুদ্ধ জাহাজ তৈরী করতে ব্যবহার করা হয়েছে এক বিশেষ ধরণের স্টীল। AB2 গ্রেডের এই স্টীল দিতে অস্বীকার করে রাশিয়া এবং এর ফলে ভারতকে বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়। রাশিয়া স্টীল বানাতে পিছিয়ে গিয়েছিল বলেই প্রায় দু বছর সময় বেশি লেগে যায় এই যুদ্ধজাহাজ তৈরী করতে। পরবর্তীতে যুদ্ধজাহাজ তৈরীর জন্য দেশীয় সংস্থা DRDO তৈরী।করছ DMR-249B।