বাহক নিউজ ব্যুরো : তালিবানদের দেওয়ার সময়সীমা যত দ্রুত ফুরিয়ে আসছে, হামুদ-কারজাই বিমানবন্দরের চারপাশ ততই যেন সন্ত্রাসবাদি হামলায় জেরবার হয়ে উঠছে।
শেষ মুহুর্তের উদ্ধারকার্য বানচাল করতেই আফগানমুলুকে বার বার সন্ত্রাসবাদীরা টার্গেট করছে এই কাবুল বিমানবন্দর৷ গতকালও ফের বিমানবন্দরের কাছে সেল হামলা করছিল আইএস-খোরাসান। গতকাল আইএস জঙ্গি গোষ্ঠীর দুই আত্মঘাতী হামলাকারী’র সুইসাইড বোম্বার গাড়ি’কে ঠিক সময়ে রুখে দিয়েছিল মার্কিন বায়ুসেনা। হামলার আগেই আত্মঘাতী ওই জঙ্গিদের সুইসাইড বোম্বার গাড়ি কে লক্ষ্য করে মার্কিন সেনারা আক্রমণ চালায়। সে যাত্রায় শয়ে শয়ে প্রাণ বেঁচে গেলেও আবারও আতঙ্কের কালো ছায়া। কাবুল বিমানবন্দরে আটকে রয়েছে শয়ে শয়ে মানুষ, আফগানিস্থান ছাড়তে মরিয়া তারা৷ আজ সারাফিন উদ্ধারকার্য ব্যহত। কখনও আফগানিস্থানের আকাশে অজস্র রকেটে ছেয়ে যাচ্ছে কখনও বা বিস্ফোরণের সিঁদুরে মেঘ।

কিছু ঘন্টা আগের খবর, হামিদ কারজাই বিমানবন্দরের সামনের এক বহুতল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। কেন, কীভাবে এই ধোঁয়া আসছে তা নিয়েই ধোঁয়াশা চরমে৷ যদিও এখনও কোনো হামলার খবর পাওয়া যায়নি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount