বাহক নিউজ় ব্যুরো:  বিনা যুদ্ধে আফগানিস্তানের মসনদে বসে শান্তি বজায় রাখার ও মানবাধিকার অক্ষুণ্ন রাখার প্রতিশ্রুতি দিলেও, যত সময় যাচ্ছে, ততই তালিবানের মুখোশ খুলে পড়ছে এবং প্রকাশ্যে আসছে পুরোনো হিংসাত্মক ও ধ্বংসাত্মক রূপ। কেউ তালিবানের বিরুদ্ধে বিরোধিতা প্রদর্শন করলেই আফগানিস্তানের মাটি রাঙিয়ে দেওয়া হচ্ছে রক্তে। এমনটাই ঘটেছে আফগানিস্তানের আসাদাবাদ শহরে। এক খ্যাতনামা সংবাদ সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে।

 

ওই সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে যে, যে বা যাঁরা যারা আফগানিস্তানের পতাকা উড়িয়ে প্রতিবাদ করছেন, তাঁদেরকেই লক্ষ্য করে গুলি চালাচ্ছে তালিবানরা। তালিবান বিরোধী মিছিলে তালিবানি দম্ভ ও আচরণের জেরে হুড়োহুড়ি শুরু হয়ে যাওয়ায় বহু মানুষ পদপিষ্ট হয়েছেন। এদিকে, বেশ কিছু মানুষ ওই মিছিলে মারা গেছেন বলে জানা গেছে, তবে সেই মানুষগুলি পদপিষ্ট হয়ে মারা গেছেন না গুলিবিদ্ধ হয়ে তা এখনও জানা যায়নি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

এক প্রত্যক্ষদর্শী তথা বিক্ষোভে অংশগ্রহণকারী আফগানিস্তানের কুনার প্রদেশের বাসিন্দা মহম্মদ সেলিম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। মিছিলে অংশগ্রহণ করতে চাইনি। শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে পড়েছিল। কিন্তু, যখন দেখলাম আমার প্রতিবেশীরাও বিক্ষোভ প্রদর্শনকারী মিছিলে যোগ দিয়েছে তখন আমিও নিজেকে আর ধরে রাখতে পারিনি। পতাকা নিয়ে বিক্ষোভে যোগ দিলাম”। তিনি আরও বলেন, “অনেক মানুষ প্রাণ হারিয়েছেন তালিবানের গুলিতে বলি হয়ে এবং পদপিষ্ট হয়ে”।