বাহক নিউজ় ব্যুরো: বেশ কিছুদিন ধরেই প্রকৃতির অতিমানবীয় রূপ দেখছে গোটা মার্কিন মুলুক। ঘূর্ণিঝড় ইদার দাপটে ধ্বংস হয়ে গিয়েছে আমেরিকার একটা বড়ো অংশ। এর দাপটে এখনো অবধি মৃত্যু হয়েছে সাত জনের। ইদার দাপটে কখনো নদীর জল বইছে উল্টোদিকে, কখনো আবার তোলপাড় হচ্ছে শহর।
বুধবার রাতে নিউইয়র্ক শহরে দেখা দিয়েছে আরো এক ভয়াবহ ছবি। সাবওয়ের ছাদ ফুটো করে প্রবল বেগে জল ঢুকছে নীচের নিরাপদ পথে। ওপর থেকে জলের স্রোত জোরালো কিন্তু তার মাঝেই স্টেশনে ঢুকছে ট্রেন। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য দেখে আঁতকে উঠেছেন সবাই।
সূত্রের খবর অনুযায়ী গত কয়েকঘন্টা ধরে সমস্ত রেকর্ড ভেঙে লাগাতার বৃষ্টি হচ্ছে আমেরিকায়। আর তাতেই কার্যত বিধ্বস্ত মার্কিন মুলুক। জারি করা হয়েছে জরুরি অবস্থা। যাতায়াতের বেশিরভাগ পথ আগে থেকেই বন্ধ থাকলেও সাবওয়ে চালু ছিল কিন্তু এই ঘটনার পর তাও বন্ধ করে দিতে হল।