বাহক নিউজ ব্যুরো : রকেট হামলার দায়স্বীকার করল আইএস (IS) জঙ্গীগোষ্ঠী। একের পর এক নাশকতামূলক হামলা আর তার পরেই বলিষ্ঠ দায়স্বীকার; হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসের এই চেহারা ক্রমেই যেন চেনা হয়ে উঠছে।
রয়টার্স সুত্রের খবর, আজ একটি গাড়ি থেকে ৫ টি রকেট ছোঁড়া হয় কাবুল বিমানবন্দরের আকাশে৷ মার্কিন এয়ার ডিফেন্স সংস্থা যদিও হামলা রুখে দিতে পেরেছে বলেই খবর৷ এই আত্মঘাতি হামলার পরিকল্পনা যে আইএস জঙ্গীদের ছিল তা আজ প্রকাশ্যেই স্বীকার করে নেয় তারা৷
আর হাতে মাত্র একটা দিন। সন্ত্রাসের বারুদ গন্ধ আফগানিস্থানের আকাশে, বাতাসে৷ প্রতি মুহূর্তে প্রমাদ গুনছে আটকে থাকা আমজনতা ও জি-সেভেন দেশগুলি। জানা গিয়েছে, এখনও প্রায় ১৫-২০ জন ভারতীয় আটকে রয়েছেন কাবুলে।