বাহক নিউজ ব‍্যুরো: ১১,৫৬২ ফুট উচ্চতায় লাদাখে তৈরী হল প্রথম মোবাইল ডিজিটাল সিনেমা হল। এটি বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমাহল। লাদাখের লেহর পলডন এলাকার সবচেয়ে বিপদসঙ্কুল এলাকাতেও এবার সিনেমার মজা নিতে পারবেন সিনেমাপ্রেমীরা।

এই সিনেমা হলটি মূলত একটি মোবাইল থিয়েটার হল। এখানকার টিকিটের দাম‍ও সাধারণ মানুষের সাধ‍্যের মধ‍্যে রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন‍্যাশনাল স্কুল অফ ড্রামার একঝাঁক পড়ুয়া। এই থিয়েটার হলের উদ‍্যোক্তারা জানিয়েছেন লাদাখে এমন সিনেমাহল আরো তিনটে তৈরী হবে। যাতে অত‍্যন্ত বিপদসঙ্কুল এলাকার মানুষেরাও যেন সিনেমা দেখতে পারেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তাঁরা আরো জানিয়েছেন যে এই সিনেমাহলটি এমনভাবেই তৈরী যাতে মাইনাস ২৮ ডিগ্রী সেলসিয়াসেও আরামে বসে সিনেমা দেখার মজা উপভোগ করতে পারেন সিনেমাপ্রেমীরা। উদ্বোধনের দিন বিকেলে লাদাখে কর্মরত সেনা জ‌ওয়ানদের সদ‍্য মুক্তিপ্রাপ্ত ‘বেলবটম’ সিনেমাটি দেখানো হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এই সিনেমাহলে।