বাহক নিউজ় ব্যুরো: আগ্রাসনী মনোভাবাসম্পন্ন তালিবান প্রসঙ্গে জারি হল নয়া বিবৃতি। এই বিবৃতিতে জানানো হয়েছে যে, যারা যারা বর্তমানে আটক হয়ে আছে বলে মনে করছেন, সেটা আফগানিস্তানের কোনো নাগরিকই হোক বা বিদেশি কোনো নাগরিক হোক, তাঁরা চাইলে বর্তমানে আফগানিস্তান ছেড়ে অন্যত্র তথা অন্য দেশে যেতে পারেন। এক্ষেত্রে, তালিবানদের তরফে কোনোরূপ বাধা দেওয়া হবে না।
নিঃসন্দেহে, তালিয়াবানদের ত্রাসের পরিবেশে আটক হয়ে পড়া বিদেশি নাগরিক ও তালিবানি আগ্রাসনের অধীনে বাস করতে অনিচ্ছুক আফগান নাগরিকদের জন্য সত্যিই খুশির খবর। তবে, এই বিবৃতিতে এও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, অন্য দেশে যাওয়ার বৈধ অনুমতি তথা ছাড়পত্র অবশ্যই থাকতে হবে সংশ্লিষ্ট আফগান নাগরিকের কাছে। এই সমস্ত কিছুই জানানো হয়েছে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান সহ একাধিক দেশের তরফে জারি হওয়া বিবৃতিতে।
এদিকে, আফগানিস্তানের যেন ‘ মড়ার উপর খাঁড়ার ঘা’। একদিকে, তালিবানি আগ্রাসন, অপরদিকে আইএসআইএস খোরাসান নামক জঙ্গি গোষ্ঠীর আক্রমণ, দুই-এর প্রভাবে আফগানবাসীদের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। উল্লেখ্য, বিগত সপ্তাহে কাবুল বিমান বন্দরের বাইরে বিস্ফোরণ হয়েছিল। এই হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা করেছিলেন যে, আমেরিকার ড্রোন হামলার বদলা নেমে আইএসআইএস খোরাসান। সেই আশঙ্কাই হল সত্যি। মাত্র ৪ দিনের মাথায় রবিবারেই আবার কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। এই বিস্ফোরণের দায় ইতিমধ্যে আইএসআইএস খোরাসান স্বীকার করেছে। সূত্রের খবর অনুযায়ী, এই হামলায় দুই জন মারা গেছেন এবং তিন জন আহত হয়েছেন। জানা গেছে, মৃত দুজনের মধ্যে একজন শিশুও ছিল।