বাহক নিউজ় ব্যুরো: আফগানিস্তানের অধিকাংশ প্রদেশ এখন তালিবানদের দখলে থাকলেও এতদিন পঞ্জশির দখল করতে পারেনি তারা। আজ সেই দুর্ভেদ্য পঞ্জশির তারা দখল করেছে বলে দাবি করে তালিবান। কয়েক ঘন্টার মধ্যে আহমেদ মাসুদের বাড়ি দখল হয়ে গিয়েছে বলে দাবি করল তালিবান।
পঞ্জশিরের ‘সিংহ’ আহমেদ শাহ মাসুদের পুত্র আহমেদ মাসুদ এখন পঞ্জশিরের প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা। নেটমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, ওই ছবিতে দেখা যাচ্ছে আহমেদ মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তালিবানরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, পঞ্জশিরের একটি গোপন ডেরায় আমরুল্লা সালেহ ও আহমেদ মাসুদ রয়েছন। গতকাল যুদ্ধবিরতির ডাক দিয়ে তালিবানদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল নর্দান অ্যালায়েন্স। সেই প্রস্তাব খারিজ করেছিল তালিবান।
তালিবানের প্রধান মুখপাত্র জাবিরুল্লা মুজাহিদের আজকের দাবি অনুযায়ী পঞ্জশির এখন তালিবানের দখলে। আজ সকালে এমনটাই জানিয়েছিলেন মুজাহিদ। মুজাহিদ বলেছিলেন,”আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান।”
তালিবানের এই দাবি একেবারেই মানতে রাজি নয়, নর্দান অ্যালায়েন্স। তালিবানের এই দাবিকে মিথ্যা বলছে তারা। টুইট করে জানায়, “তালিবানের পঞ্জশির দখলের দাবি মিথ্যা। এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব তত দিন লড়াই চলবে।” নর্দান অ্যালায়েন্স এমনটা বললেও,আজ সকালে পঞ্জশিরের সরকারি ভবনে তালিবানি পতাকা উড়তে দেখা গিয়েছিল।