বাহক নিউজ ব্যুরো : গোটা আফগানিস্তান জুড়ে এখন কার্যত তালিবান রাজ। দেশ ছাড়তে মরিয়া আফগানিস্থানে বসবাসকারী প্রবাসী নাগরিকরা। তালিবানদের দেওয়া ৩১ শে আগষ্ট পর্যন্ত সময়সীমার আগে কীভাবে দেশের মানুষ’কে দেশে ফেরানো যায় তা’ই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাকি দেশগুলির কাছে। ইতিমধ্যেই তালিবানিদের নির্মমতার হাত থেকে বাঁচতে প্রবাসী সহ সে দেশের শ’য়ে শ’য়ে নাগরিক ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে কাবুল বিমানবন্দরে।
আর সেই কাবুল বিমানবন্দরেই, তালিবান সন্ত্রাসবাদী হামলা হতে পারে এই আশঙ্কা করে আফগানিস্থানে আটকে পড়া বিভিন্ন দেশের মানুষ ও আফগানিদের সতর্ক করল ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ একাধিক দেশ।
সংবাদমাধ্যম সূত্রের খবর, গতকাল কাবুল বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নাগরিককে তালেবানরা ব্যাপক মারধর করে, এছাড়াও আফগানিস্তান থেকে কাবুল বিমানবন্দর পৌঁছানোর অধিকাংশই সড়ক বন্ধ করে দেয়া হয়েছে জঙ্গী গোষ্ঠীর তরফ থেকে। আর এরপরই সতর্ক বার্তা দিলে অস্ট্রেলিয়া ব্রিটেন-আমেরিকা সহ একাধিক দেশ৷ গোপন সূত্রে খবর, এবার বিমানবন্দরেই বড়োসড়ো নাশকতার ছক কষছে জঙ্গিরা।
অন্যদিকে, তালিবান ইস্যুতে আজ নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখে বৈঠক ও আলোচনার অপ্তবাক্য শোনালেও কাজে এখনও তালিবান আছে তালিবানেতেই। আর এই আশঙ্কায় আজ বিশেষ সতর্কতা জারি করল একাধিক দেশ৷