বাহক নিউজ ব্যুরো :  শেষ মুহুর্তের উদ্ধারকার্য বানচাল করে দিতে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা দেখা দিয়েছিল আফগানিস্তানে। পেন্টাগনের আশঙ্কা ছিল, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই হতে পারে হামলা। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন জানান মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যেই হবে বিস্ফোরণ।

আফগানমুলুকের উদ্ধারকাজ বানচাল করে দিতেই বার বার সন্ত্রাসবাদীরা টার্গেট করছে এই কাবুল বিমানবন্দর৷ ফের মার্কিন সংস্থার আশঙ্কাই যেন সত্যি হল! চারদিন আগেই বিমানবন্দর সংলগ্ন এলাকায় ভয়াবহ সন্ত্রাস চালিয়ে আইএস এর খোরাসান শাখা৷ এবারেও ফের বিমানবন্দরের কাছে সেল হামলা করল আইএস-খোরাসান। এখনো পর্যন্ত সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এক শিশুসহ মৃত দু’জন আহত তিন বা তার বেশি। তারই মাঝে যেন সুখবর। কাবুল বিমানবন্দরে আটকে রয়েছে শয়ে শয়ে মানুষ আফগানিস্থান ছাড়তে মরিয়া৷ আইএস জঙ্গি গোষ্ঠীর দুই আত্মঘাতী হামলাকারী’র সুইসাইড বোম্বার গাড়ি’কে ঠিক সময়ে রুখে দিল মার্কিন বায়ুসেনা। হামলার আগেই আত্মঘাতী ওই জঙ্গিদের সুইসাইড বোম্বার গাড়ি কে লক্ষ্য করে মার্কিন সেনারা আক্রমণ চালায়। এ যাত্রায় শয়ে শয়ে মানুষের প্রাণ বাঁচাতে পারল মার্কিন বায়ুসেনা। সংবাদসংস্থা রয়টার্স এর খবর অনুযায়ী, আমেরিকার এয়ার স্ট্রাইক সাফল্য পেয়েছে। আজকে দেওয়া কাছে আত্মঘাতি এই বোম্বারকে৷

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount