বাহক নিউজ় ব্যুরো : তালিবান আফগানিস্তানের মসনদে আসীন হওয়ার পরেই এদিকে আমেরিকায় ছড়িয়ে পড়ল বোমাতঙ্ক। এমনিতেই আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখলের পর থেকেই সারা বিশ্ব আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চিন্তিত এবং ভয়াবহতা নিয়ে আতঙ্কিতও। এপরে, হঠাৎ বোমা মজুত থাকার খবর প্রকাশ্যে আসায় আরওই চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হল আমেরিকার রাজধানীতে।
চলতি সপ্তাহে বৃহস্পতিবারে অর্থাৎ ১৯ শে আগস্ট তারিখে বোমা উপস্থিত থাকার খবর পায় ক্যাপিটোল পুলিশ। খবর পাওয়ার পরই পুলিশি তরফে তল্লাশি শুরু করে দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পুলিশে মার্কিন কংগ্রেসের বাইরে থাকা একটি ট্রাকে বিস্ফোরক থাকার খবর পায়। পুলিশ ওই ট্রাকের আশেপাশে বোমা থাকারও আশঙ্কা করে, যে কারণে পুলিশের তরফে ঘোষণাও করা হয় যে, কেউ যেন কংগ্রেস লাইব্রেরী এলাকা চত্বরে না আসে এবং ওই এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়। একই সঙ্গে পুরো এলাকা জুড়ে চিরুনী তল্লাশিও চালানো হয় পুলিশের তরফে।
সন্দেহের উপর ভিত্তি করে আশেপাশের একাধিক বিল্ডিং, সেনেট ও কংগ্রেস ফাঁকা করে দেওয়া হয়েছে। এদিকে, ছুটির মরসুম থাকার কারণে দুই কক্ষে বেশি ভিড় ছিল না। কিন্তু, প্রশাসনের তরফে এ ব্যাপারে ঝুঁকি নেওয়া হয়নি, যতক্ষণ না তল্লাশি শেষ হয়েছে পুরোপুরিই জনমানব শূন্য রাখা হয় এলাকাকে। আতঙ্ক এমনই বেড়ে গেছে আমেরিকায় যে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর খালি করার সঙ্গে সঙ্গে সুপ্রিমকোর্টকেও ফাঁকা করে দেওয়া হয়েছে। এই তল্লাশি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে। যদিও অবশেষে কোনো বোমাই উদ্ধার হয়নি। তবে, যে ব্যক্তি বোমাতঙ্ক ছড়িয়েছিল, সে আপাতত পুলিশ হেফাজতে।
Published on Friday, 20 August 2021, 9:49 am | Last Updated on Friday, 20 August 2021, 11:41 am by Bahok Desk









