বাহক নিউজ় ব্যুরো: কাবুল বিমান বন্দরের জঙ্গি হামলার প্রতিশোধ নিল আমেরিকা। যদিও, জঙ্গি হামলার পরেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আমেরিকার তরফে। এবার, হাতে নাতে সেটা করে দেখল মার্কিন প্রশাসন। ‘মূল্য দিতে হবে’ বলে গর্জন করেছিল আমেরিকা, তবে শুধু গর্জনেই থেমে থাকেনি, রীতিমত বর্ষিয়ে দেখালো। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের গোপন ডেরায় আক্রমণ হেনে নিজের ক্ষমতার অস্তিত্বের প্রমাণ দিল আমেরিকা।

উল্লেখ্য, চলতি সপ্তাহে বৃহস্পতিবারেই ক্রমাগত দুবার বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। সূত্রের খবর অনুযায়ী, নিহত হয়েছেন একাধিক। প্রায় ৯৫ জনের মতো আফগানিস্তানের বাসিন্দা মারা গেছেন। তবে, শুধু যে, আফগান নাগরিকই মারা গেছেন, তা নয়। ১৩ জনের মতো মার্কিন সেনার জওয়ানও এই হামলায় বলি হয়েছেন। উল্লেখ্য, ২০১১ সালের পর ২০২১-এর এই দিনটাই অর্থাৎ ২৬শে আগস্ট দিনটা মার্কিন সেনার কাছে কালো দিনরূপে গণ্য হল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই হামলার পরেই ঐদিনেই অর্থাৎ ২৬শে আগস্টই এই জঙ্গি হামলার পাল্টা উত্তরের প্রতিশ্রুতি দেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওইদিন তিনি বলেন, “যে সমস্ত আইএসআইএস নেতাদের নির্দেশে এই হামলা হয়েছে, তাদেরকে খুঁজে বের করা হবে। যদিও আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে, অনুমানের ভিত্তিতে বলতেই পারি এই হামলা কারা করিয়েছে। তাদের খুঁজতে বিশাল সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না, কোনো প্রকারের সামরিক অভিযান ছাড়াই আমরা খুঁজে বের করব”। অবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই কাজের পিছনে যাদের হাত আছে, আমরা তাদের ভুলব না। এর মূল্য তোমাদের দিতেই হবে”।