Table of Contents
Bahok News Bureau: আজ ১০ই ডিসেম্বর, বিশ্বব্যাপী ক্যান্ডেললাইট দিবস (Worldwide Candle Lighting Day 2023) পালিত হচ্ছে। এই বিশেষ দিনটির মাধ্যমে মোমবাতি জ্বালিয়ে সেই সমস্ত শিশুদের স্মরণ করা হয়, যারা খুব কম বয়সেই পৃথিবী ত্যাগ করেছে। এটি একটি দুঃখের দিন, যেখানে বিশ্বজুড়ে সেই সমস্ত পরিবার এটি পালন করে যারা তার শিশুকে হারিয়েছে। এই দিনটির মাধ্যমে মারা যাওয়া শিশুদের শ্রদ্ধা জানানো হয় এবং স্মরণ করা হয়ে থাকে। কেন এই বিশেষ দিনটি পালন করা হয়? এই দিনটির পিছনে লুকিয়ে থাকা ইতিহাস কী? জানুন আজকের প্রতিবেদন থেকে।
বিশ্বব্যাপী ক্যান্ডেললাইট দিবস ২০২৩ (Worldwide Candle Lighting Day 2023):
প্রতি বছর ডিসেম্বর মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী ক্যান্ডেললাইট দিবস পালন করা হয়। এ বছর ১০ই ডিসেম্বর পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। যেখানে বিশ্বজুড়ে প্রত্যেকটি পরিবার ও বন্ধুবান্ধব এক হয়ে মোমবাতি জ্বালিয়ে সেই সমস্ত শিশুদের জন্য শোকপালন করে থাকে, যারা কম বয়সে মারা গেছে। এই দিনটিতে সন্ধ্যা ৭টার সময় মোমবাতি জ্বালিয়ে এক ঘন্টা নিরবতার মাধ্যমে শোকপালন করা হয়। বিশ্বজুড়ে বহু সংস্থা, হসপিটাল, পরিবার এই দিনটি পালন করে থাকে।
বিশ্বব্যাপী ক্যান্ডেললাইট দিবসের ইতিহাস (History of Worldwide Candle Light Day):
১৯৯৭ সালে দ্যা কম্পাসিওনেট ফ্রেন্ড (The Compassionate Friend) নামক এক আমেরিকান সংস্থা প্রথম ক্যান্ডেললাইট দিবস পলান করা শুরু করেছিল। এই সংস্থাটি ওই বছর ইন্টারনেটে ছোট্ট একটি উদযাপনের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করে। সেই সমস্ত শিশুদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই বিশেষ দিনটি উৎযাপন করা হয়েছিল, যারা অসুস্থতা হোক কিংবা কোনো দুর্ঘটনার কারণে মারা যায় এবং এই পৃথিবীতে খুব স্বল্প সময়ে জীবিত ছিল। এরপর থেকে বিশ্বব্যাপী ক্যান্ডেললাইট দিবস পালন করা শুরু হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি উৎযাপন করা হয়।
বিশ্বব্যাপী ক্যান্ডেললাইট দিবসের তাৎপর্য (Significance of Worldwide Candle Light Day):
কয়েক শত বছর ধরে মারা যাওয়া ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে মোমবাতির আলো জ্বালানো হয়ে থাকে। মোমবাতির আলো একটা হারিয়ে যাওয়া প্রাণের প্রতীক। মোমবাতির আলো জ্বালিয়ে এটা বোঝানো হয় যে, পৃথিবী থেকে প্রাণ চলে গেলেও, তারদের স্মৃতি আজও রয়েছে। বিশ্বব্যাপী ক্যান্ডেললাইট দিবস পালনের মাধ্যমে মারা যাওয়া শিশুটিকে স্মরণ করার মধ্যে দিয়ে এটাও জানানো হয় যে, শিশুটিকে সর্বদা তারা ভালোবাসবে এবং তাকে কখনোই ভুলে যাবে না। এই দিনটির মধ্যে দিয়ে সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো হয়, যারা তাদের শিশুকে হারিয়েছে।