বাহক নিউজ় ব্যুরো: রবিবারে কুশিনগরে এক উদ্বোধনী অনুষ্ঠানে গেছিলেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। সেখানে গিয়েই সমাজবাদী পার্টির অধ্যক্ষ অখিলেশ যাদবকে কটাক্ষের তীরে বিঁধলেন তিনি। তিনি দাবি করলেন যে, ২০১৭ সালের আগে পর্যন্ত ‘আব্বাজান’ সম্বোধনকারীরা রেশন আত্মসাৎ করতো। তাঁর এই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন কংগ্রেসের এক নেতা।

রবিবারে, অনুষ্ঠানে যোগী বললেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছায়ায় তুষ্টিকরণের রাজনীতি হয় না। প্রত্যেক দরিদ্র মানুষ শৌচালয় পেয়েছে। শৌচালয় দেওয়ার সময় কি কারোর মুখ দেখা হয়েছে? ২০১৭ সালের আগে পর্যন্ত কি সবাই রেশন পেত? ‘আব্বাজান’ সম্বোধনকারীরাই সমস্ত রেশন আত্মসাৎ করতো। তখন কুশিনগরের রেশন নেপাল এবং বাংলাদেশে যেত”। উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ে ‘পিতা’-কে ‘আব্বাজান’ বলে সম্বোধন করা হয়ে থাকে। যোগী আদিত্যনাথ এর আগেও এই ধরণের শব্দের ব্যবহার ভাষণে করেছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

যোগীর এই মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন কংগ্রেসের প্রবক্তা গৌরব বল্লভ। তিনি যোগীর বিরুদ্ধে ‘নিম্নরুচি সম্পন্ন মানসিকতা’ থাকার অভিযোগ আরোপ করেছেন। তিনি দাবি করলেন যে, ভোট এসেছে বলেই যোগীর ‘আব্বাজানের’ কথা মনে পড়েছে। তিনি বললেন, “আব্বাজান-ভাইজান করতে করতেই মসনদে বসেছেন। ভোট আসন্ন হতেই আবার শুরু করে দিলেন শ্মশান-কবরস্থান। যাতে মেরুকরণ হতে পারে। কিন্তু, এইবারে এই পদ্ধতি কাজে লাগবে না। করোনার আবহে আপনার দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর জন্য বহু মানুষের প্রাণ গেছে। এবার আপনার আসল চেহারা উত্তরপ্রদেশ দেখে নিয়েছে”।

গৌরব বল্লভ করোনার সময়ে নদীতে মৃতদেহ ভাসতে থাকার প্রসঙ্গও নিজের মন্তব্য তুলে আনলেন। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে প্রশ্নের তীরে বিদ্ধ করে বললেন, “যখন মানুষের মৃতদেহ গঙ্গা নদীতে ভাসছিল, তখন যোগী কোথায় ছিলেন?, তখন আপনি কি করছিলেন? জখন উত্তরপ্রদেশের মানুষ দিল্লী ও মুম্বাই থেকে পায়ে হেঁটে আসছিল, তখন আপনি কোথায় লুকিয়ে বসেছিলেন?, তখন আপনার ‘শাসন মডেল’ কোথায় ছিল?”

এছাড়াও তিনি, সাম্প্রতিক ঘটে যাওয়া এক ঘটনার কথাও উল্লেখ করলেন। সম্প্রতি এক ইংরেজি সংবাদপত্রে যোগী আদিত্যনাথের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুলের ছবি দেখা যায়। এরপরেই, তোলপাড় হয়ে যায় জাতীয় রাজনীতি। এই প্রসঙ্গ টেনেই তিনি দাবি করলেন, “যে মুখ্যমন্ত্রী কলকাতা ও লক্ষ্ণৌ-এর মধ্যে তফাৎ জানেন না, যে মুখ্যমন্ত্রী ভারত ও আমেরিকার পার্থক্য জানেন না, সেই মুখ্যমন্ত্রীর কোনো কথাকেই গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়”।

Published on Tuesday, 14 September 2021, 3:56 pm | Last Updated on Tuesday, 14 September 2021, 3:56 pm by Bahok Desk