বাহক নিউজ় ব্যুরো: ইন্টারনেট নেই? কি করবেন বুঝতে পারছেন না? এদিকে, ভার্চুয়ালি টাকা পাঠাতে চান! রয়েছে উপায়। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ইন্টারনেটের সুবিধা না থাকলেও এবার পাঠাতে পারবেন টাকা। ঠিক গুগল পে বা ফোন পে বা পে টি এম ব্যবহার করলে যে সুবিধা পান, সেই সুবিধাই পাবেন। কিন্তু, ইন্টারনেটের অনুপস্থিতিতে। অতঃপর দেখে নেওয়া যাক, কীভাবে যায়নি বিনা ইন্টারনেটেও ইউআই (UPI) পরিষেবা পাবেন, তথা কাউকে টাকা পাঠাতে পারবেন (ও পদ্ধতি ভারতবর্ষ জুড়ে সমস্ত জায়গাতেই সমস্ত রকমের মোবাইলেই প্রযোজ্য)।

১. ফোনে ডায়াল অপশনে অন করুন এবং তারপরে সেখানে *৯৯# ইএসএসডি কোড টাইপ করুন ও কল বাটনে ক্লিক করুন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

২. কল বাটনে যেই না ক্লিক করলেন, একটি মেনু সামনে চলে আসবে। সেখানে ভাষার একটি তালিকা সামনে দেখতে পাবেন। ‘১’-এ ক্লিক করলে ইংলিশ (english) ভাষা সিলেক্ট হয়ে যাবে। ক্লিক করার পর সেন্ড (send) অপশনে ক্লিক করুন।

৩. এরপরে, সামনে একটি নতুন পপ-আপ আসবে। সেই পপ-আপে আপনাকে লিখতে হবে নিজের ব্যাঙ্কের নাম কিংবা আইএফএসসি (IFSC) কোডের প্রথম ৪ অক্ষর।

৪. এরকম করায় ভিম (BHIM)-এ তে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি চাইলে ‘ভিম’ ইন্সটল করেও রেজিস্টার কর নিতে পারেন।

৫. রেজিস্টার হয়ে যাওয়ার পরে, *৯৯# ডায়াল করলে সামনে কয়েকটি অপশন, যেমন -সেন্ড মানি (send money), রিসিভ মানি (receive money), চেক ব্যালেন্স (check balance), মাই প্রোফাইল (my profile), পেন্ডিং রিকোয়েস্ট (pending request), ট্রান্সজ‍্যা়কশন (transaction), ইউপিআই পিন (UPI pin) প্রভৃতি অপশন দেখতে পাবেন।

৬. এবার ডায়াল প্যাডে ১ টাইপ করে টাকা পাঠানোর জন্য ‘সেন্ড মানি’ অপশনে ক্লিক করতে হবে। এরপরে, একে একে আপনার ফোন নম্বর, ইউপিআই আইডি (UPI ID) এবং আইএফএসসি কোড এন্টার করুন টাকা পাঠিয়ে দিন।

৭. উল্লেখ্য, টাকা পাঠানোর জন্য আপনি উপরিলিখিত সমস্ত অপশনই একসঙ্গে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি ফোন নম্বর বেছে থাকেন, তাহলে আপনাকে টাকা প্রাপকের ফোন নম্বর এন্টার করতে হবে। আপনি যদি ইউপিআই আইডি বেছে থাকেন, হলে আপনাকে টাকা প্রাপকের ইউপিআই আইডি এন্টার করতে হবে।