বাহক নিউজ় ব্যুরো: একশ, পাঁচশো কিংবা দুহাজার টাকার নোট তো আমাদের হাতে হাতে ঘোরে , রয়েছে দশ, কুড়ি, পঞ্চাশ এবং একশো টাকার নোটও। কিন্তু আরো একটি নোট যে ভারতীয় বাজারে প্রচলিত তা জানেন কী?? একে বলা হয় ‘ জিরো রুপি নোট’।
এই নোটটি আসলে মূল্যহীন। ২০০৭ সালে ‘পঞ্চম পিলার’ নামে একটি অলাভজনক সংস্থা এই নোটটি বাজারে আনে। নোটটি দেখতে হুবহু ভারতীয় পঞ্চাশ টাকার নোটের মতো। তবে পঞ্চাশের জায়গায় এই নোটে লেখা আছে শূণ্য। আর ভারতীয় নোটের যেই অংশে লেখা থাকে ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’, সেখানে লেখা আছে ‘এলিমিনেট করাপশন অ্যাট অল লেভেল’ অর্থাৎ সব স্তর থেকে দুর্নীতি দূর করুন।
এই নোটটি প্রচলনের মূল উদ্দেশ্য হল সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলা। বিশেষত সরকারি অফিসগুলোতে ঘুষ দেওয়া নেওয়া বন্ধ করতেই এমন অভিনব পদক্ষেপ নিয়েছে এই সংস্থাটি। তারা চেয়েছিলেন কোনো সরকারি অফিসার ঘুষ চাইলে তাঁকে এই টাকা দিয়ে বিব্রত করতে। আর সেইজন্য টাকার যে অংশে লেখা থাকে ‘বাহককে আমি ৫০ টাকা দিতে প্রতিজ্ঞাবদ্ধ’ , সেখানে তারা লিখেছে ‘প্রতিজ্ঞা করছি, কখনো ঘুষ দেবো না এবং নেবো না’।
সতীন্দ্রমোহন ভাগবত নামে এক শিক্ষকের মাথায় প্রথম এই নোটের পরিকল্পনা আসে। ভারতবর্ষের প্রতিটা স্তরে দুর্নীতির যেভাবে তার শাখা প্রশাখা বিস্তার করছে, সেই চিন্তা ভাবিয়ে তুলেছিল তাঁকে। সেই ভাবনা থেকেই ২০০১ সালে তিনি ‘পঞ্চম পিলার’ নামক সংস্থাটির সাথে যোগাযোগ করে তাদের এই নোটের কথা জানান। প্রায় ২৫ হাজার কপি নোট ছাপিয়েছিল ওই সংস্থাটি। পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে দেওয়া হয়।
ভারতে এখনো এই নোটের ব্যবহার রয়েছে বেশ কিছু জায়গায়। আজও বহু মানুষ কেউ ঘুষ নিতে চাইলে এই জিরো রুপি নোট তাদের হাতে ধরিয়ে দেন।