Delhi BJP Atal Canteen Scheme: বাংলায় অনেকদিন ধরেই মা ক্যান্টিন প্রকল্পটি শুরু হয়েছে। এবার সেটির মতোই কেন্দ্র সরকার একটি প্রকল্প শুরু করেছে। দিল্লিতে ‘পাঁচ টাকায় পুরো থালি’র প্রকল্প শুরু করতে চলেছে রেখা গুপ্তা। আগামী ২৫ ডিসেম্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন আর সেই উপলক্ষেই ‘অটল ক্যান্টিন স্কিম’ শুরু করবে সরকার।এই স্কিমে মাত্র পাঁচ টাকায় পুষ্টিকর ও পেট ভরা খাবার পাওয়া যাবে। রেখা গুপ্তা জানিয়েছেন এই প্রকল্পে নিম্ন আয় করা শ্রমিকরা এবং দরিদ্র লোকেরা পুষ্টিকর খাবার পাবেন। গত শনিবার তিনি হায়দারপুর এলাকায় অটল ক্যান্টিনের নির্মাণস্থল পরিদর্শন এবং প্রস্তুতি পর্যালোচনা করেন।
প্রথম পর্যায়ে ১০০ টি স্থানে ক্যান্টিন খোলা হবে। শালিমার বাগ, রাজেন্দ্র নগর, রোহিণী, প্যাটেল নগর, বদরপুর এবং কারাওয়াল নগরের মতো জায়গায় ক্যান্টিনগুলি খোলা হবে। সেগুলোর জন্য কাজও শুরু হয়ে গিয়েছে যথারীতি।প্রত্যেকটি ক্যান্টিনে দিনে দু’বার, সকাল এবং সন্ধ্যায় ৫০০টির মতো প্লেট পাওয়া যাবে । মুখ্যমন্ত্রী জানিয়েছেন সরকার চায় দিল্লিতে কেউ যেন ক্ষুধার্ত না থাকে। আর এরজন্যই এই উদ্যোগ শুরু করা হয়েছে। এছাড়া এই প্রকল্পের অধীনে মানুষ নিরাপদ ও পুষ্টিকর খাবার পাবেন। দিল্লিতে অনেক দিনমজুরে রয়েছে এই প্রকল্পটি তাদের জন্য অনেকটাই উপযোগী হতে চলেছে।
কী বলল তৃণমূল?
বাংলার উদ্যোগের নকল প্রায়ই কেন্দ্র সরকার করে এতে কোনো নতুন কিছু নেই। এর আগে লক্ষীর ভাণ্ডার প্রকল্প নকল করেছিল কেন্দ্র সরকার। এবার ‘মা ক্যান্টিন’-ও নকল করা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিন প্রকল্পে র অধীনে পাঁচ টাকায় বাংলায় ভাত, ডাল, সবজি, ডিম পাওয়া যায়। অন্যদিকে অটল ক্যান্টিন প্রকল্পে ও পাওয়া যাবে ডাল, ভাত, শাকসবজি এবং রুটি ইত্যাদি।এই বিষয় নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল এক্স হ্যান্ডলে দুই প্রকল্পের পোস্টার পোস্ট করে লিখেছে, ‘কন্ট্রোল+সি, কন্ট্রোল+ভি। এভরি মাস্টারপিস হ্যাজ আ চিপ কপি।’ এর বোঝাই যায় যে মমতার প্রকল্পকে কপি করার জন্য কটাক্ষ করা হয়েছে বিজেপিকে। এদিকে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ লিখেছেন, ‘ওওওও বিজেপি, মা ক্যান্টিন শুরুর সময় কী যেন বলেছিলে? এখন টুকলিবাজি?? আজ বাংলা যা ভাবে, দিল্লি কাল সেটাই করে। মমতা-মডেল কপি করা হল।’
Published on Tuesday, 18 November 2025, 5:33 pm | Last Updated on Tuesday, 18 November 2025, 5:33 pm by Bahok Desk









