Table of Contents
Hafiz Saeed India Attack Plot: হাসিনা সরকারের পতনের পর থেকে ইসলামিক উগ্রবাদীদের দাপট বেড়েছে পদ্মানদীর পাড়ে, আর তারিখে এবার জঙ্গিরা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ২৬শে নভেম্বর মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের নেতৃত্বে ভারতে হামলার ছক কষছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে যে, ভারতবাসীকে বিপদে ফেলতে এই কুখ্যাত জঙ্গি আবারো তৎপর হয়েছে। চলতি বছরের ৩০শে অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে আয়োজিত একটি সমাবেশের ভিডিও রেকর্ডিং থেকে এই তথ্য মিলেছে।
ভারত হামলার ষড়যন্ত্র
প্রাপ্ত ভিডিও রেকর্ডিংয়ে লস্কর-ই-তৈবার কমান্ডার সাইফুল্লাহ সইফ বলেছেন যে, “হাফিজ সইদ চুপচাপ বসে নেই।তিনি বাংলাদেশের মাধ্যমে ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছেন। লস্কর-ই-তৈবার সদস্যরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয় আছে এবং এবার অপারেশন সিঁদুরের জবাব দেওয়া হবে।” জানা গেছে যে, হাফিজ ‘জিহাদের’ পরিকল্পনা করছে। বাংলাদেশের স্থানীয় যুবকদের ভারতবিরোধী কাজে লিপ্ত করার পাশাপাশি তাদের মনে মৌলবাদী ভাবনা ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। এমনকি, তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ প্রদানের জন্য হাফিজ তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশে পাঠিয়েছেন বলেও জানা গেছে। সইফ, ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য প্রকাশ্যে মানুষকে উস্কে দিচ্ছে। প্রাপ্ত ভিডিওতে শিশুদের উপস্থিতিও চোখে পড়েছে। মূলত শৈশব থেকেই তাদের মনো ভারত বিশ্বেষ গড়ে তোলার চেষ্টা চলছে। উল্লেখ্য, সাইফুল্লাহর বক্তৃতায় পাকিস্তানি সেনাবাহিনীর প্রশংসা শোনা গেছে।
সাইফুল্লাহর দাবি
সাইফুল্লাহ দাবি করেন যে, ৯ থেকে ১০ই মে রাতের পর পাকিস্তান জবাব দিয়েছে। তাদের সঙ্গে রয়েছে আমেরিকা। এমনকি বাংলাদেশও পাকিস্তানের কাছাকাছি আসছে। সাইফুল্লাহর দাবি, ভারতের পূর্ব সীমান্তে একটি নতুন অপারেশন থিয়েটার তৈরি হয়েছে। লস্কর-ই-তৈবা এবার সেটাকেই কাজে লাগাতে চাইছে। ভারত, আমেরিকা সহ একাধিক দেশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম রয়েছে হাফিজ সইদের।
Published on Monday, 10 November 2025, 4:10 pm | Last Updated on Monday, 10 November 2025, 4:10 pm by Bahok Desk









