Table of Contents
How To Check BLO Submitted Form: বর্তমানে গোটা রাজ্যজুড়ে চলছে এসআইআর কর্মসূচি। রাজ্যে প্রায় ১০০ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি করা সম্পন্ন হয়েছে। বহু মানুষ ইতিমধ্যেই ফর্মপূরণ করে বিএলও এর কাছে জমাও দিয়েছেন। আর বিএলও-রা সেই ফিল-আপ করা ফর্ম সংগ্রহ করতে শুরু করেছেন এবং সেগুলি এরপর কমিশনের সাইটে আপলোড করার কথা রয়েছে। তবে, ফর্ম জমা নেওয়ার পর বিএলও সেটিকে ওয়েবসাইটে ঠিকঠাক আপলোড করেছেন কিনা সেই নিয়ে মানুষের মনে সংশয় থেকেই যাচ্ছে।
৪ঠা ডিসেম্বর পর্যন্ত সময়
ওয়েবসাইটে ফর্ম আপলোড করার জন্য চলতি বছরের ৪ঠা ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, আর তার মধ্যেই বহু এনুমারেশন ফর্ম কমিশনের সাইটে আপলোড হওয়ার কথা রয়েছে। সঠিক সময়ের মধ্যেই কাজটি করে দেওয়ার দায়িত্ব বিএলও-দের ওপর রয়েছে। এখন প্রশ্ন উঠছে যে, বিএলও সেই জমা দেওয়া ফর্মগুলি আদৌ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছেন তো? তবে এবার সেই নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। এবার নিজের ঘরে বসে খুব সহজে মাত্র একটি কাজ করে নিজেই দেখে নিতে পারবেন যে, আপনার এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জমা পড়েছে কি না। চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতি।
জানুন পদ্ধতি
প্রথমেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://voters.eci.gov.in/ -এ গিয়ে উপরে ডানদিকে সবুজ রঙের বক্সে যেখানে ‘Fill Enumeration From’ লেখা রয়েছে তার উপর ক্লিক করলে লগ ইন পেজ আসবে। এরপর সেখানে এপিক নম্বর কিংবা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, এপিকের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা বাধ্যতামূলক। তারপর খুলে যাবে একটি পেজ, যেখানে নিজের রাজ্য বেছে নিয়ে ভোটার আইডির নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে ভোটারের যাবতীয় তথ্য ভেসে উঠবে এবং সঙ্গে থাকবে বিএলওর নাম। এরপর নিচে আপনার মোবাইল নম্বর ভেসে উঠবে, সেই নম্বরে পাবেন ওটিপি। এরপর ওটিপি ভেরিফিকেশন করলেই আপনার ফর্মটি আদৌ কমিশনের সাইটে আপলোড করা হয়েছে কি না তা দেখা যাবে। এরপর সেই আপলোড হওয়া ফর্ম নিজের কাছে নেওয়ার জন্য সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে।
এই পদ্ধতি ব্যবহার করে আপনি জানতে পারবেন যে, আপনার ফর্ম কমিশনের হাতে ঠিকমত পৌঁছল কি না। যদি আপনার ফর্ম আপলোড না হয়ে থাকে, নম্বর বা নামের বানান কিংবা কোনো ভুল থেকে থাকে, তাহলে তৎক্ষণাত বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে।
Published on Friday, 21 November 2025, 5:38 pm | Last Updated on Friday, 21 November 2025, 5:38 pm by Bahok Desk









