Jeetu Ditipriya Serial Update: জীতু কামাল ও দিতিপ্রিয়া রায় অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এই মুহূর্তে নায়ক-নায়িকার দ্বন্দ্বের জেরে দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। নায়ক ও নায়িকার ব্যাক্তিগত অশান্তির জেরে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে গত সোমবার বৈঠকে বসে। তবে, বৈঠক করেও হলো না জীতু ও দিতিপ্রিয়ার দ্বন্দ্বের সমাধান।
ঘটনার সূত্রপাত কীভাবে?
বেশ কিছুদিন ধরেই অভিনেতা জীতু কামাল ও অভিনেত্রী দিতিপ্রিয়ার মধ্যে দ্বন্দ্ব চলছে। সম্প্রতি এই ঘটনা বড় আকার ধারণ করেছে। জানা গেছে যে, জীতু অভিযোগ করেছে তার সঙ্গে অসহযোগীতা করার। জীতু হাসপাতাল থেকে ফিরেই শুটিং জয়েন করেছেন। তবে, সেই বিষয়ে ফ্লোরের কেউই তেমন চিন্তিত নন। জীতু সেটে আগে পৌঁছালেও দিতিপ্রিয়া আসেন অনেক পরে। এছাড়া ঘনিষ্ঠ দৃশ্যে জীতুকে ছুতে দেবেন না বলেও দাবি করেন অভিনেত্রী। আর তারপরই জীতু ফ্লোর থেকে বেরিয়ে যান বলে খবর। এরপর তিনি সোশাল মিডিয়াতে সন ঘটনা পোস্ট করেন। আর তারপরই দিতিপ্রিয়ার উপর বেজায় চটেছেন নেতপাড়ার অনেকে। এই মুহূর্তে গোটা সোশাল মিডিয়া জুড়ে উঠেছে দিতিপ্রিয়াকে বয়কটের দাবি।
উল্লেখ্য, গত সোমবার প্রায় দুই ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠকের মাঝে হঠাৎই বেরিয়ে যান জীতু। আসলে জীতু কামাল ও দিতিপ্রিয়া রায় উভয়েই তাদের মধ্যেকার সমস্যা মেটাতে নারাজ। এখন সকলের মনে প্রশ্ন জাগছে যে, আগামীতে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ কী? এখনো পর্যন্ত জীতু বা প্রযোজনা সংস্থার তরফে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
Published on Tuesday, 18 November 2025, 5:58 pm | Last Updated on Tuesday, 18 November 2025, 5:58 pm by Bahok Desk









