Bahok News Bureau: গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (R G Kar College and Medical Hospital)-র সেমিনার হলে একজন ৩১ বছর বয়সী স্নাতকোত্তর ইন্টার্ন মহিলার ধর্ষণ অর্ধ-নগ্ন দেহ পাওয়া গিয়েছে। যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। জেনে নিন সেদিন কী কী ঘটেছিল। এই ঘটনার নিন্দা জানাতে পশ্চিমবঙ্গের সকল চিকিৎসকেরা নিজেদের পরিষেবা বন্ধ রেখেছেন। এরজন্য রাজ্যের সকল মেডিক্যাল ইন্টার্নরা আন্দোলনে নেমেছে। যতদিন পর্যন্ত দোষীদের শাস্তি না দেওয়া হয় ততদিন এই আন্দোলন চলবে। (Kolkata doctor case what happened)
প্রাথমিক তদন্ত এবং হাসপাতালের সিসিটিভি ক্যামেরা দেখার পর কলকাতা পুলিশ সঞ্জয় রায় (Sanjay Ray) নামের একজন সিভিল ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে। যে নিজের অপরাধ স্বীকার করেছে। তাকে হাসপাতালের বাইরে থেকে নেশাগ্রস্ত অবস্থায় গ্রেপ্তার করা হয় । তাকে ২৩শে আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে। এছাড়াও আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে নিজেদের কাজের গাফিলতির জন্য বরখাস্ত করা হয়েছে।
এখন পর্যন্ত যা যা হয়েছে (Kolkata doctor case what happened?):-
-
-
- আগস্ট ৫-৮: সঞ্জয় রায় পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির মিটিংয়ে যোগ দেওয়ার জন্য খড়্গপুরে (Kharagpur)- র সালুয়া (Salua)-য় যান। তিনি ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সেখানে নিজের দায়িত্ব পালন করার জন্য ছিলেন।
- ৮ আগস্ট, সকাল: ৮ আগস্ট সকালে কলকাতায় ফিরে আসার পর সঞ্জয় রায় প্রথমে আরজি কর হাসপাতালে যান। যেখানে তিনি রোগীদের ভর্তি করবার দালাল হিসেবে কাজ করতেন। সেদিন তিনি একজন রোগীকে ভর্তি করিয়ে সেখান থেকে চলে যান অবশ্য পরে আবার রাতে সেখানে ফিরে আসেন।
- ৮ আগস্ট, রাত: প্রায় রাত ১১ টার সময় তিনি সেই রোগীর এক্স-রে করতে সাহায্য করার জন্য আরজি কর হাসপাতালে ফিরে আসেন। তখন অবশ্য রোগীর পরিবার তার সাথে ছিল। তারপর সে সেখান থেকে চলে যায়।
- ৯ আগস্ট, ভোরবেলা: এরপর সঞ্জয় আবার হাসপাতালে ফিরে আসেন ভোর ১ টার দিকে। এবার অন্য একটি রোগীর অস্ত্রোপচার করার সাহায্য করতে আসে। সেই রোগীকে সাহায্য করে সে সেখানেই থেকে যায় ও রোগীর এক আত্মীয়র সাথে মদ্যপান করে। এছাড়াও সে রোগীর পরিবারকে আর্থিক সাহায্য ও বাড়ি পৌঁছানোর জন্য উবারও করে দেয়।
- ৯ আগস্ট, ভোর ৩ টা: আনুমানিক ৩ টায়, সঞ্জয় হাসপাতালের চেস্ট মেডিসিন ভবনের তিন তলায় ফিরে যায়। এরপর সেমিনার হলে ঢুকে পড়ে যেখানে একজন মহিলা ডাক্তার বিশ্রাম নিচ্ছিলেন। আর সেখানেই তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। তারপর ৪০-৪৫ মিনিট পর সঞ্জয় সেখান থেকে বেরিয়ে যায়। (Kolkata doctor case what happened)
- ৯ আগস্ট, ভোর ৪:৩০ : সিসিটিভি ফুটেজে দেখা যায় পড়ে সঞ্জয় প্রায় ৪:৩৭ এ হাসপাতালের সামনে বের হয়। তারপর ব্যারাকে গিয়ে ঘুমিয়ে পড়েন।
- সেইদিন সকালে: কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তার সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে সঞ্জয় রায়কে ব্যারাক থেকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
- ৯ আগস্ট, সন্ধ্যা: দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। তার উপর এখন ধর্ষণ ও হত্যার অভিযোগ দায়ের হয়েছে।
-
আরও পড়ুন………
-
-
-
-
- Reclaim The Night History: এক সুতোয় বাঁধা পড়ল ইংল্যান্ড থেকে কলকাতা! কে প্রথম ডাক দিয়েছিল রাত দখলের? জানুন ‘রাত দখল’ ডাকের ইতিহাস
- National Medical College Sandip Ghosh: প্রতিবাদের আগুনে তপ্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজ! ঢুকতে দেবেন না অধ্যক্ষ সন্দীপকে, বিক্ষোভ শুরু পড়ুয়াদের
- Independence Day 2024: ‘স্বাধীনতা দিবস ২০২৪’ ৭৭ না ৭৮-তম? কীভাবে ‘হর ঘর তিরঙ্গা’ ও ‘এক পেড় মা কে নাম’ অভিযানে যোগ দেবেন?
- Mufasa The Lion King Shahrukh Aryan Abram Voice News: ‘মুফাসা’ সিনেমার হিন্দি ভার্সনে কণ্ঠ দিচ্ছেন শাহরুখ ও দুই পুত্র আরিয়ান-আব্রাম
-
-
-
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন
Published on Tuesday, 13 August 2024, 1:31 pm | Last Updated on Friday, 16 August 2024, 1:22 pm by Bahok Desk









