Rahul Gandhi Bihar Result Unfair, Rahul Gandhi Questions Bihar Results, Bihar Election 2025, Rahul Gandhi News, Congress News, বিহার নির্বাচন ২০২৫, রাহুল গান্ধী নিউজ, কংগ্রেস নিউজ

Rahul Gandhi Bihar Result Unfair: NDA ২০০ থেকে বেশি আসন পেয়েছে। কিন্তু কংগ্রেস অনেক কম ভোট পেয়েছে। এখন এই বিষয় নিয়েই অনেক আলোচনা হচ্ছে । এরমধ্যেই নিজের মতামত জানালেন রাহুল গান্ধী। তিনি কী বললেন আসুন জেনে নিই। বিহারের নির্বাচনের আগে তিনি ভোটার অধিকার নিয়ে যাত্রা করেছিল। তিনি বিহারের SIR নিয়েও অনেক প্রশ্ন উঠিয়েছিলেন।

এক্স হ্যান্ডেলে কী বললেন তিনি?

তিনি হরিয়ানার নির্বাচন ফল নিয়েও মুখ খুলেছিলেন ও এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বিহারের এই ফল সত্যিই বিস্ময়কর। আমরা এই নির্বাচনে জয়ী হতে পারিনি, যে নির্বাচন প্রথম থেকেই স্বচ্ছ ছিল না।” তিনি মহাগঠবন্ধনকে সমর্থন করা জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “মহাগঠবন্ধনের উপর যে লক্ষ লক্ষ ভোটার বিশ্বাস রেখেছেন, তাঁদের কৃতজ্ঞতা জানাই।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তিনি গণতন্ত্র রক্ষা করার লড়াই চালিয়ে যাবেন। তিনি আরো লেখেন, “গণতন্ত্র ও সংবিধানকে রক্ষার লড়াই এটা। কংগ্রেস ও ‘ইন্ডিয়া’ জোট এই ফল নিয়ে গভীরভাবে পর্যালোচনা করবে। গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা আরও বাড়ানো হবে।” বিহারে ৬১ টি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৬ টি আসন পেয়েছে কংগ্রেস।এদিকে RJD পেয়েছে ২৫টি আসন। কংগ্রেস ২০২০ সালে ১৯ টি আসন পেয়েছিল আর RJD পেয়েছিল ৭৫ টি আসন। অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করছে সাংবিধান প্রতিষ্ঠানকে অপব্যবহার করা হয়েছে বিহারের নির্বাচনে।

read more

Published on Saturday, 15 November 2025, 7:39 pm | Last Updated on Saturday, 15 November 2025, 7:39 pm by Bahok Desk