Table of Contents
West Bengal SIR OTP Scam: রাজ্যজুড়ে চলছে এসআইআর কর্মসূচি। আর এরই মাঝে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, এসআইআর-এর ফর্মপূরণে মোবাইল নম্বর দিতে হলেও মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর বা জাতীয় নির্বাচন কমিশন থেকে কোনোপ্রকার ওটিপি চাওয়া হয় না। এমনকি, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও কোনোরকম ওটিপি চাওয়া হয় না। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।
কী ঘটেছে?
কমিশনের নাম ভাঁড়িয়ে বহু মোবাইল ফোনে ওটিপি পাঠানো হয় এবং ফোন করে বলা হয় যে, এসআইআর প্রক্রিয়ার জন্য ওই ওটিপি জরুরি। এমনটাই অভিযোগ জানানো হয় কমিশনের কাছে। একটা চক্র, অসাধু উপায়ে টাকা পয়সা হাতানোর জন্যই এই কাজ করছে বলে মনে করা হয়। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে জানানো হয় যে, ‘‘সবার অবগতির জন্য জানানো হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনো ওটিপি চাওয়া হচ্ছে না। স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনো কাজের জন্য কোনো মোবাইল নম্বরে কোনো ওটিপি চাওয়া হবে না ৷’’
বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনার
জাতীয় নির্বাচন কমিশনার, ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত বৈঠক করেন। এসআইআর ফর্ম দেওয়ার কাজ প্রায় শেষ করে দ্রুত আপলোডিং-এর প্রক্রিয়া শেষ করা নিয়ে এদিন বৈঠকে নির্দেশ দেন জাতীয় নির্বাচন কমিশনার। জাতীয় নির্বাচন কমিশনার, রাজ্যে এসআইআর প্রক্রিয়া কেমন চলছে, তা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের থেকে বিস্তারিত রিপোর্ট নেন। কমিশন সূত্রে জানা গেছে যে, রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে আপাতত সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর, এসআইআর চলাকালীন অভিযোগ জানানোর ব্যবস্থা করেছে। জানিয়ে রাখি, ফোন করে, হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। ৯৮৩০০৭৮২৫০- এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে এবং ১৯৫০, ২২৩১০৮৫০ এই নম্বরগুলিতে ফোন করে অভিযোগ জানানো যাবে।
Published on Tuesday, 18 November 2025, 6:36 pm | Last Updated on Tuesday, 18 November 2025, 6:36 pm by Bahok Desk









