Indranil Sayantani Mallick Injured Feeding Dogs, Indranil Mallick, Sayantani Mallick, Tollywood Couple Injured Street Dogs, ইন্দ্রনীল মল্লিক, সায়ন্তনী মল্লিক

Indranil Sayantani Mallick Injured Feeding Dogs: কসবায় রাজডাঙা এলাকায় শুক্রবার রাতে পথ কুকুরদের খাওয়াতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেতা ইন্দ্রনীল মল্লিক এবং অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এই তারকা দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত।

কী ঘটেছে?

অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী সায়ন্তনী মল্লিক ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন। উভয়েই তারা পশুপ্রেমী। তারা রাস্তার সারমেয়দের খেয়াল রাখতে, যত্ন করতে খুব ভালবাসেন। প্রায়শই তারা পথকুকুরদের খাবার দেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। তবে, সেই আদরের পোষ্যদের খাওয়াতে গিয়ে যে এমন খেসারত দিতে হবে তা স্বপ্নেও ভাবেননি এই তারকা দম্পতি। শুক্রবার রাতে, কসবার রাজডাঙা এলাকায়, পথকুকুরদের খাবার খাওয়াতে গিয়ে স্থানীয় কিছু বয়স্ক মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। স্থানীয়রা প্রশ্ন তোলেন যে, রাস্তায় কেন কুকুরদের খেতে দেওয়া হচ্ছে। স্থানীয়রা বলতে থাকেন যে, রাস্তার ধারে এভাবে কুকুরদের খাওয়ানো যাবে না। এই নিয়ে কথায় কথায় দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। এরপর পরিস্থিতি এমন জায়গায় যায় যে, একটা সময় স্থানীয়রা চড়াও হন ইন্দ্রনীলের ওপরে। ফলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মারধর, টানা হেঁচড়া করা হয় বলে অভিযোগ। এমনকি, ওই তারকা দম্পতির সঙ্গে থাকা চন্দন নামক এক সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিনেত্রী এই গোটা ঘটনাটা মোবাইলে রেকর্ড করেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিযওটি পোস্ট করে কলকাতা পুলিশকে ট্যাগ করে অভিনেত্রী বলেন, “দয়া করে আপনারা এটা দেখুন। এখানকার এই বয়স্ক মানুষরা আমাদের ওপর চড়াও হচ্ছেন। এখানে রাস্তায় খেতে দেওয়া যাবে না বলে আমাদের অকথ্য ভাষায় কথা বলছেন।” ওই ঘটনার পর থেকে আতঙ্কিত তারকা দম্পতি। কসবা থানায় ইতিমধ্যে তারা অভিযোগ দায়ের করেছেন বলে খবর।

“আমার দ্বিতীয় বার স্ট্রোক হতে পারত”

ফেসবুকে লাইভ করে অভিনেত্রী সায়ন্তনী জানান যে, “আমার দ্বিতীয় বার স্ট্রোক হতে পারত। রীতিমতো গায়ে হাত তুলেছেন। ওঁদের দাবি, পাড়ায় এসে কুকুরদের খেতে দেওয়া যাবে না। কোনও একটি কুকুর নাকি কবে এক জনকে কামড়ে দিয়েছিল। তাই তাঁরা কোনও ভাবেই চান না খেতে দেওয়া হোক ওদের। আমাদের বাধা দিতে গিয়ে গায়ে তোলা হয়েছে। যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পরে, সঙ্গে সঙ্গে কসবা থানায় অভিযোগ দায়ের করেছি আমরা, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। কেন হয়নি, সেটাই বুঝতে পারছি না।”

read more

Published on Monday, 1 December 2025, 6:25 pm | Last Updated on Monday, 1 December 2025, 6:25 pm by Bahok Desk