Table of Contents
Bahok News Bureau: কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় কাঁচা তেল আবিষ্কার (Fresh Oil Discovery in Krishna-Godavari Basin by ONGC) নিয়ে ভারত সরকার দেশের এনার্জি সেক্টরে বড়সড় সাফল্য সু নিশ্চিত করল।
কৃষ্ণা গোদাবরী অববাহিকায় কাঁচা তেল বা ফ্রেশ অয়েল আবিষ্কার সংক্রান্ত ভারত সরকারের সদ্য করা একটি ঘোষণা দেশের এনার্জি সেক্টরের বড়সড় সাফল্য অর্জন সূচিত করে।রাজ্য অধিকৃত অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC) এটি আবিষ্কার করে। এটি বঙ্গোপসাগরের কাকিনারা উপকূলের কাছে অবস্থিত।
আবিষ্কার সম্পর্কিত কিছু মূল বিষয়:-
• অবস্থান: অন্ধ্রপ্রদেশের কাকিনারা উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কৃষ্ণা-গোদাবরী ডিপ -ওয়াটার ব্লক ৯৮/২ থেকে বর্তমানে তেল নিষ্কাশনের কাজ চলছে।(Fresh Oil Discovery in Krishna-Godavari Basin by ONGC).
• কর্মক্ষমতা: ২০২৪ শে জানুয়ারি মাসে মোট ২৬ টি কূপের মধ্যে চারটি কূপ বর্তমানে কর্মক্ষম। পরবর্তীকালে উল্লেখযোগ্য ভাবে কর্মক্ষম কূপের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে।
• উৎপাদন ক্ষমতা: ইউনিয়ন পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং পুরি ঘোষণা করেছেন যে ২০২৪ এর মাঝামাঝি তে তেল উৎপাদন দৈনিক ৪৫ হাজার ব্যারেল পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে যা ভারতের অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ৭%।
• প্রকল্পের পর্যায়: প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কাজ প্রায় শেষ হতে চলেছে ।তৃতীয় পর্যায়ে, সর্বোচ্চ তেল এবং গ্যাস উৎপাদন আশা করা হচ্ছে। ২০২৪ এর জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা যায়।
• ওএনজিসির উৎপাদনের উপর প্রভাব: আশা করা হচ্ছে এই প্রকল্পটির দ্বারা ওএনজিসির মোট তেল এবং গ্যাস উৎপাদন যথাক্রমে ১১ এবং ১৫ শতাংশ বাড়বে।
তাৎপর্য এবং প্রভাব:-
• শক্তি নিরাপত্তা: ভারত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানি কারক ও ভোক্তা দেশ হলেও তাকে অপরিশোধিত তেলের জন্য বিশ্ব বাজারের উপর বিপুলভাবে নির্ভর করতে হয়। এই আবিষ্কার শক্তি স্বনির্ভরতার দিকে ভারতের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এর ফলে আমদানিকৃত তেলের ওপর ভারতের নির্ভরতা কিছুটা হলেও কমবে।
• অর্থনৈতিক প্রভাব: কৃষ্ণা-গোদাবরী অববাহিকার সফল তেল নিষ্কাশন এবং উৎপাদন বিশ্ব তেলের বাজারে ভারতের স্থান উন্নত করবে এবং নিজের শক্তি নিরাপত্তার জায়গাটি ভারত পোক্ত করতে পারবে।
• বাধাবিপত্তির মধ্যে সহনশীলতা: এই প্রকল্পটি বিশ্বের নানা বাধা-বিপত্তির মধ্যে নিজের সহনশীলতার প্রমাণ দিয়েছে।যেমন, কোভিড-19 অতিমারীর কারণে ২০১৬-১৭ সালে প্রাথমিকভাবে শুরু হওয়া এই প্রকল্পটির বেশ কিছু কাজ পিছিয়ে গেছে।
• জাতীয় গর্ব এবং কূটনৈতিক গুরুত্ব: এই আবিষ্কার ভারতের শক্তি নিরাপত্তার বাড়তি চাহিদার সঙ্গে সারিবদ্ধ এবং দেশের তেল আমদানি নির্ভরশীলতা কমানোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি:-
• কৃষ্ণা গোদাবরী অববাহিকার সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন শক্তি নির্ভরতার দিকে ভারতের যাত্রা কে আরো সামনের দিকে ঠেলে দেবে। ওএনজিসির কৌশলগত অন্বেষণ এবং কর্মক্ষম দক্ষতা ভারতের এনার্জি ল্যান্ডস্কেপ এর ক্ষেত্রে ডিপ ওয়াটার অয়েল এক্সপ্লোরেশন এর গুরুত্বকে হাইলাইট করে।
• এই আবিষ্কার আমাদের জাতীয় গর্বের সাক্ষ্য বহন করে এবং কোভিড-19 অতি মারি মতো গ্লোবাল চ্যালেঞ্জ কে জয় করার ক্ষমতার প্রদর্শন ঘটায়।
পরীক্ষা সংক্রান্ত কিছু জরুরী প্রশ্ন:
• প্রশ্ন ১. কৃষ্ণা-গোদাবরী অববাহিকার কোথায় নব্য আবিষ্কৃত তৈল ক্ষেত্রটি অবস্থিত?
A) মুম্বাই উপকূলের ১০ কিলোমিটার দূরে
B) কাকিনাড়া উপকূলের ৩০ কিলোমিটার দূরে
C) চেন্নাই উপকূলের ৫০ কিলোমিটার দূরে
D) বিশাখাপত্তনম উপকূলের ২০ কিলোমিটার দূরে
• প্রশ্ন ২.ভারতীয় সরকার অধিকৃত কোন কর্পোরেশন কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় আবিষ্কৃত তেলের প্রকল্পটি চালনা করছে?
A) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
B) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
C) অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
D) হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড
• প্রশ্ন ৩. জানুয়ারি ২০২৪ অনুযায়ী কৃষ্ণা-গোদাবরী অববাহিকার কতগুলি কূপ কর্মক্ষম রয়েছে?
A)১০টি
B)২৬টি
C)৪টি
D)১৫টি
• প্রশ্ন ৪. ২০২৪ এর মাঝামাঝি কৃষ্ণা-গোদাবরী অববাহিকা প্রকল্পটির প্রত্যাশিত উৎপাদন ক্ষমতা কত?
A) দৈনিক ১০ হাজার ব্যারেল
B) দৈনিক ৩০ হাজার ব্যারেল
C) দৈনিক ৪৫ হাজার ব্যারেল
D) দৈনিক 60 হাজার ব্যারেল
• প্রশ্ন ৫. ২০২৪ এর মাঝামাঝি পর্যন্ত এই নতুন আবিষ্কার ভারতের অপরিশোধিত তেল উৎপাদনের কত শতাংশ তেল উৎপাদন করতে পারবে?
A) তিন শতাংশ
B) পাঁচ শতাংশ
C) সাত শতাংশ
D) দশ শতাংশ
Red Sea : লোহিত সাগরের বড় আকারের সামরিকীকরণ! সংকট থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রয়োজন যুদ্ধবিরতি
Iran : এবার ইরাকে মোসাদের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নিহত ৪! জানুন বিস্তারিত
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Tuesday, 16 January 2024, 7:48 pm | Last Updated on Tuesday, 16 January 2024, 7:52 pm by Bahok Desk









