
Table of Contents
Bahok News Bureau : আর মোটে কটা দিন বাকি মাধ্যমিক পরীক্ষার। চলতি বছরের ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত গোটা রাজ্য জুড়ে আয়োজিত হবে মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার্থীদের প্রস্তুতিও চলছে জোরকদমে। আর এবার মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নিল এক অভিনব উদ্যোগ। সম্প্রতি রাজ্যের স্টুডেন্ট সপ্তাহ পালন হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের নতুন বছরের বই দেওয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের স্কুল পড়ুয়ারা যে নতুন পাঠ্যবই হাতে পেয়েছেন তার বিশেষত্ব হলো, মধ্যশিক্ষা পর্ষদ এবারের পাঠ্যবইতে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে (Madhyamik Textbook QR Code), যা পড়ুয়াদের খুব কাজে লাগবে। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।
কিউআর কোড স্ক্যান করলেই মিলবে অনলাইন ক্লাস
এবারের মাধ্যমিক বইয়ের প্রতিটি অধ্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রতিটি বইয়ের অধ্যায়ের শুরুতে কিংবা অধ্যায়ের মাঝে একটি করে কিউআর কোড (Madhyamik Textbook QR Code) দেওয়া হয়েছে, যেখান থেকে ছাত্রছাত্রীরা সেই বিষয়ের বা সেই অধ্যায়ের যেকোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেই কিউআরকোড স্ক্যান করলেই পেয়ে যাবেন বিশেষ টিউটোরিয়াল ভিডিও। যার মাধ্যমে ঘরে বসেই সেই বিষয়ে যা যা অসুবিধা রয়েছে সেই সমস্যার সমাধান মিলবে। এবার তবে আসুন জেনে নেওয়া যাক কীভাবে ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পাবেন এবং অভিভাবকরাই বা কী বলেছেন এই বিষয়ে।

স্মার্টফোনের সাহায্যে সেই কোড স্ক্যান
করোনা মহামারীর (Corona) সময় থেকে মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষার্থীদের কল্যাণের জন্য অনলাইনে ক্লাস থেকে বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ করেছে। এবার ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধানে আরো এক নতুন পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সরকারের তরফ থেকে নবম, দশম শ্রেণীর পড়ুয়াদের সাধারণত চারটি পাঠ্যবই দেওয়া হয়, যেমন দুটি বাংলা বই, ইংরাজি বই এবং অঙ্ক বই। চলতি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা যে সরকারি বইগুলি হাতে পেয়েছেন, তার প্রতিটি অধ্যায়ের শুরুতে এবং মাঝে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কিউআর কোড (QR Code)। আর এখন স্মার্টফোন সবার হাতে হাতে রয়েছে। আর রয়েছে ইন্টারনেটের সুবিধা। তাই স্মার্টফোনের (Smart phone) সাহায্যে সেই কোড স্ক্যান করলেই পড়ুয়ারা পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুযোগ। পর্ষদের এই অভিনব পদক্ষেপে ছাত্রছাত্রী বিশেষ উপকার পাবে বলে মনে করা হচ্ছে।
কী কারণে সরকারের এই উদ্যোগ?
অনেক ছাত্রছাত্রী (Student) রয়েছেন যারা শুধুমাত্র স্কুলের পড়াশোনার উপর নির্ভরশীল। সারা বছরব্যাপী স্কুলের নানান ছুটির কারণে স্কুলের পঠনপাঠন ব্যহত হয়, যার কারণে পরীক্ষার সিলেবাসও সম্পূর্ণ হয়ে ওঠে না। এমনকি পর্ষদের নির্দেশ থাকা সত্বেও বেশিরভাগ স্কুল অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস সম্পূর্ণ করে না। এতে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের। এবার তাই পড়ুয়াদের এই সমস্যার কথা মাথায় রেখেই মূলত মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগ।
অভিভাবকরা কী বলছেন?
অনেক অভিভাবকই পর্ষদের এই অভিনব উদ্যোগের প্রশংসা করছেন। আবার অনেক জানিয়েছেন যে, কিউ আর কোড কাজ করছে না। প্রসঙ্গত, পাঠ্যবইতে অনলাইন ক্লাস গাইড ছাড়াও মাধ্যমিক প্রশ্নপত্রের কিউআর কোড রাখা হয়েছে। এতে প্রশ্নফাঁস হওয়া বন্ধ হবে বলে পর্ষদের আশ্বাস। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Secondary Examination) সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যেই এখন মধ্যশিক্ষা পর্ষদ থেকে রাজ্য সরকার।
Radhika Apte: না কোনো জলের ব্যবস্থা না কোনো শৌচালয়! বিমানবন্দরে আটকে পড়লেন রাধিকা আপ্তে
……………………………………………………………………………………………………………..
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Wednesday, 17 January 2024, 2:54 pm | Last Updated on Wednesday, 17 January 2024, 3:02 pm by Bahok Desk








