Bahok News Bureau: সম্প্রতি রাধিকা আপ্তে(Radhika Apte) ও অন্যান্য যাত্রীরা একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর(Mumbai Chatrapati International Airport)রের এয়ারব্রীজে আটকে পড়ে গিয়েছিল তারা। ফ্লাইটি ছিল মুম্বাই থেকে ভুবনেশ্বরের। অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ফটো পোস্ট করেছে এই ব্যাপারে।

কতক্ষন আটকে ছিল অভিনেত্রী?

অভিনেত্রী(Radhika Apte) জানান যে ঘটনাটি ঘটে ঘটে শনিবার সকাল ৮:৩০ টায় যখন যাত্রীদের বলা হয় বোর্ড করতে এবং সকলে এয়ারব্রীজের লাইনে দাড়িয়ে পড়ে, তখনই হঠাৎ ফ্লাইটটি দিলে করে দেওয়া হয়। যখন তারা জানতে পারেন ঘটনাটি তখন তাদেরকে ইন্ডিগো(Indigo) স্টাফেরা প্রস্থান লাউঞ্জেও তাদের যেতে দেয়নি। তিনি এও বলেন যে ইন্ডিগো(Indigo)-র তরফ থেকে জানানো হয় যে ক্রিউ বদল হওয়ায় এই অসুবিধেটি হয়েছে। সেখানে অনেক বৃদ্ধ ও বাচ্চা মানুষ ছিল। কোনো জলের ব্যবস্থা ছিলনা এমনকি শৌচালয়ও ছিল না। তবে জানা যায়নি তাঁরা কতক্ষন সেখানে আটকে ছিল।এরপর ইন্ডিগোর তরফ থেকে জানানো হয় যে অপারেশনাল কারণের জন্য ফ্লাইটটি দেরি হয়েছে। এই বিষয়ে যাত্রীদের জানানো হয়ে গেছে এবং তারা ক্ষমাও চেয়েছেন। কিন্তু একবারও এতগুলো মানুষ আটকে ছিল সেটির কথা তারা উল্লেখ করেন নি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিমানবন্দরে আটকে থাকা অবস্থায় সেলফি তোলেন রাধিকা আপ্তে।

ঠিক কী কারণে আটকে ছিল ফ্লাইটটি?

তবে জানা গিয়েছে যে ফ্লাইটটি দিলে হয়েছে ভারতীয় বায়ু সেনা(Indian Air Force)- এর কিরণ এরোবেটিক(Kiran Aerobatic) শোয়ের জন্য যেটি দুপুর ১২ থেকে ১ টার সময় হয়েছিল। তবে সূত্রমতে জানা গিয়েছে যে ইন্ডিগোর ক্রিউয়ের ডিউটি অফ ছিল কিন্তু গ্রাউন্ড স্টাফ সেটি না চেক করেই যাত্রীদের বোর্ডিং করে দেয়। সুতরাং যেই ফ্লাইটটি সকল ৮: ৩০টার সময় দিপার্ট করার কথা ছিল সেটি দুপুর ১:৫২ টায় দিপার্ট হয় এবং ল্যান্ড হয় দুপুর ৩:৩০ টায়।

Red Sea : লোহিত সাগরের বড় আকারের সামরিকীকরণ! সংকট থেকে মুক্তি পেতে অবিলম্বে প্রয়োজন যুদ্ধবিরতি

Iran : এবার ইরাকে মোসাদের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নিহত ৪! জানুন বিস্তারিত

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

 

Published on Tuesday, 16 January 2024, 7:24 pm | Last Updated on Wednesday, 9 October 2024, 10:19 am by Bahok Desk