অনুষ্কা শর্মা Anushka Sharma
Anushka Sharma: জানেন কি বিরাট কোহলির স্ত্রী অনুষ্কার প্রাক্তন প্রেমিক কে ছিলেন? কেন ভাঙলো সম্পর্ক? জানুন বিস্তারে, বাহক নিউজ

Bahok News Bureau: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র প্রেম সর্বদাই শিরোনামে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে পছন্দ করেন না বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বরাবরই নিজেদের অনুভূতি লুকিয়ে রাখতেই পছন্দ করতেন তাঁরা। আজ আমরা আপনাদের অনুষ্কার প্রথম প্রেম সম্পর্কে কিছু বলতে চলেছি যা অনেকেই জানেন না। আপনি কি জানেন কোহলি কিন্তু অনুষ্কার জীবনে প্রথম প্রেম নন। অনেকেই জানেন না যে, অনুষ্কার প্রাক্তন প্রেমিক একজন বলিউড তারকা, তবে তিনিও এখন বিবাহিত। আসুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি।

রণবীর সিংয়ের সঙ্গে একসময় সম্পর্ক ছিল অনুষ্কার

অনুষ্কা শর্মা Anushka Sharma

আসলে বর্তমানে দীপিকা পাডুকোনের (Dipika Padukone) স্বামী রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে একসময় সম্পর্ক ছিল অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র, তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করার সময় রণবীর ও অনুষ্কা পরস্পরের ঘনিষ্ট হয়েছিলেন। তারপর দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে, অনুষ্কা সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাননি। অনুষ্কা জানিয়েছিলেন, রণবীরের প্রতি তাঁর আলাদা একটা আকর্ষণ ছিল, তবে তিনি তাঁকে বিয়ের কথা ভাবেননি। অনুষ্কা মনে করতেন রণবীর অনেক বেশি বাস্তববাদী। অনুষ্কা বলেছিলেন, তিনি এমন কাউকে চান যিনি তাঁকে শান্ত করতে পারবেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বিরাট ও অনুষ্কার জীবনে ফের খুশির খবর

অনুষ্কা শর্মা Anushka Sharma

অনুষ্কা শর্মা (Anushka Sharma) কখনওই রণবীরের মতো বাস্তববাদী কাউকে চান না। ২০১৭ সালে ইতালিতে বিয়ে করেন বিরাট-অনুষ্কা। তাঁদের আলাপ হয় ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। তারপর থেকেই চলতে থাকে তাঁদের প্রেম। বর্তমানে বিরাট ও অনুষ্কার এখন সুখের সংসার। তাঁদের কোল আলো করে এসেছে ছোট্ট মেয়ে ভামিকা। বর্তমানে চুটিয়ে সংসার করার পাশাপাশি কেরিয়ারেও নজর দিতে চান অনুষ্কা। সম্প্রতি শোনা বিরাট ও অনুষ্কার জীবনে ফের খুশির খবর। ভামিকার পর দ্বিতীয়বার মা হলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ইনস্টাগ্রামে নিজেই সুসংবাদ দিলেন বিরাট কোহলি। জানালেন, সংসারে এসেছে পুত্র সন্তান। জানিয়ে দিলেন ছেলের নামও। বিরাট জানান, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ভাই অকায় জন্ম নিয়েছে। এই আনন্দের দিনে আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ চাই। আশা করি, আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানাবেন।”

আরও পড়ুন- Euthanasia in bengali: ইউথেনেসিয়া মানে কী? গ্রহণ করছে জোরায়া টের বীক, জানুন কোন দেশে ইচ্ছামৃত্যুর কী আইন, ভারতে আছে কি?

আরও পড়ুন- Avian influenza – H5N1: করোনার থেকে ১০০ গুণ বেশি ভয়ঙ্কর এই রোগ! মৃত ৪৬২, ‘এই’ খাবারগুলো খাওয়া যাবে না, জানুন কী করতে হবে

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 6 April 2024, 11:27 am | Last Updated on Saturday, 6 April 2024, 11:27 am by Bahok Desk