WB College Admission 2025 in bengali, Apply Process College AI Chatbot in bengali, WB News in bengali, পশ্চিমবঙ্গ নিউজ

WB College Admission 2025: গতকাল অর্থাৎ ১৭ জুনে সাংবাদিক বৈঠক করে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন যে আজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য এই বছর কয়েকটি নতুন পদ্ধতি এনেছে সরকার। যেগুলোর মধ্যে রয়েছে টেকনিক্যাল সুবিধা ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) চ্যাটবট পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে।

কোন পোর্টালে করা যাবে আবেদন ?

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হতে চান তারা https://www.collegeadmission.in/-এ গিয়ে আবেদন জানাতে পারবেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আবেদনের শেষ তারিখ কবে?

জানা গিয়েছে প্রথম ফেজ আবেদনের শেষ তারিখ হল ১ জুলাই। আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনাকে এই সময়সীমার মধ্যেই আবেদন জানাতে হবে। আপনি আপনার পছন্দ ও মেধা অনুযায়ী বিষয় ও কলেজ বেঁচে নিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

একবার আবেদন করলেই একাধিক কলেজের ফর্ম ফিল-আপ করা যাবে। এরপর যখন আবেদন প্রসেস শেষ হয়ে যাবে তারপর নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি কলেজের সিস্টেম জেনারেটেড মেধাতালিকা প্রকাশ করে দেবে সেই পোর্টালেই। যাদের নাম মেধাতালিকায় থাকবে তাঁরা অনলাইনে প্রবেশনাল অ্যাডমিশন মতে সক্ষম হবেন। এই অ্যাডমিশনটি করার জন্য কলেজে যেতে হবেনা।

এছাড়া অ্যাডমিশনের জন্য তিনটি পেমেন্ট গেটওয়েও রাখা হয়েছে। আপনি যদি প্রথম পর্যায়ে ভর্তি হতে না পারেন বা পছন্দমতো কলেজ না পান তাহলে দ্বিতীয় পর্যায়ে ফের নতুন তালিকা প্রকাশ করা হবে। নতুন তালিকায় কলেজ বদলে গেলে ভর্তির খরচ একটু বেড়েই যেতে পারে আবার কমেও যেতে পারে। বেড়ে গেলে অতিরিক্ত টাকা দিতে হবে আর ফি কমে গেলে আপনার টাকা রিফান্ডও হয়ে যেতে পারে। সেটি যদিও ভর্তির প্রসেস শেষ হওয়ার পরই হবে।

আপনি ই-মেইল ও SMS-এর মাধ্যমে আপনার আবেদনের আপডেট পেয়ে যাবেন। আপনি চাইলে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ড সেকশনে গিয়েও সব আপডেট পেয়ে যাবেন। এবারের ভর্তির প্রক্রিয়ায় AI চালিত নতুন চ্যাটবট— ‘বীণা’ যুক্ত করা হয়েছে। এই চ্যাটবটে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর ও ভর্তির প্রক্রিয়ায় জেনে নিতে পারবেন। শুধু তাই নয় আগের মতো এবারও ফ্রি হেল্পলাইন পরিষেবা দেওয়া হচ্ছে। কোনরকম অসুবিধা হলে আপনাকে এই 1800 102 8014 নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনি support@wbcap.in এ ই-মেল করেও সাহায্য নিতে পারবেন। শিক্ষা মন্ত্রী জানিয়েছেন রাজ্যের কলেজের ভর্তি আগের থেকে আরো সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি-নির্ভর হতে চলেছে। এতে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হবে।

read more

Published on Wednesday, 18 June 2025, 6:36 pm | Last Updated on Wednesday, 18 June 2025, 6:36 pm by Bahok Desk