Bahok News Bureau : স্নাতক হওয়ার পরে আপনি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স (MBA)এর জন্য একটি নামী কলেজে ভর্তি হতে চান, তবে ক্যাট-এর মতো কঠিন পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে হয়। ক্যাট পরীক্ষায় উত্তীর্ণরা প্রায়ই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন এবং শুধুমাত্র পড়াতেই মনোযোগী হন, কিন্তু পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে যুক্ত থেকেও কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় তা প্রমাণ করে দেখালেন একজন ফুড ব্লগার তথা ক্যাট পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারি পুলকিত দাগা। আসুন জেনে নেওয়া যাক পুলকিত দাগা (Pulkit Daga) সম্পর্কে কিছু কথা।

পুলকিত দাগা

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

২৪ বছর বয়সী পুলকিত দাগা একজন ফুড ভ্লগার, যার ইউটিউব এবং ইনস্টাগ্রামে প্রায় সাত লাখ সাবস্ক্রাইবার রয়েছে৷ একজন ফুড ব্লগারের পাশাপাশি তিনি ক্যাট-এর মতো কঠিন পরীক্ষায় ৯৯.১৪ শতাংশ নম্বরও পেয়েছেন। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় যে সবসময় সাফল্যের দিকে নিয়ে যায় তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলকিত। ২১শে ডিসেম্বর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), কমন অ্যাডমিশন টেস্ট (CAT 2023)এর ফলাফল ঘোষণা করেছে, যেখানে দাগা ৯৯.১৪ শতাংশ নম্বর পেয়ে দেশের শীর্ষ স্কোরারদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন। তিনি একজন কমার্সের ছাত্র ছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে (BMS) স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। খাবারের প্রতি তার ভালবাসা তাঁকে ফুড ব্লগিংএর দিকে এগিয়ে নিয়ে যায় এবং তিনি একজন উন্নতমানের ফুড ব্লগার হয়ে ওঠেন। তাঁর এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। কঠোর পরিশ্রমের ফলে তিনি আজ এই পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছেন।

লক ডাউনে ফুড ব্লগিং শুরু করেন 

পুলকিত খাবার খেতে বেশ পছন্দ করেন। আর তাঁর খাবারের প্রতি ভালোবাসার টানে তিনি লকডাউনের সময় ফুড ব্লগিং শুরু করেন। পুলকিতের ফুড ব্লগিং পেজের নাম “ওয়ারদিটেল” (Worthytale)। ২০২০ সালের মে মাসে তিনি একটি ইউটিউব চ্যানেল শুরু করেন। প্রথম বছরেই তাঁর এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায়। ফুড ব্লগিংএর পাশাপাশি এরপর তিনি ক্যাট পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন।

উল্লেখ্য, পুলকিত দাগা (Pulkit Daga) প্রথম প্রচেষ্টায় ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। তারপরে তিনি একটি বেসরকারী সংস্থায় চাকরি নেন। কিছুদিন পর চাকরি ছেড়ে দিয়ে ফের তিনি ক্যাট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। সকালে ঘুম থেকে উঠে জিমে গিয়ে পড়াশুনা করতেন পুলকিত। তিনি দিনে ৪ থেকে ৫ ঘন্টা পড়াশোনায় মনোনিবেশ করতেন এবং পাশাপাশি ইউটিউবেও মনোযোগ দিতেন। দুদিক ভালোভাবে সামলে ইউটিউবে জনপ্রিয়তার পাশাপাশি ক্যাট পরীক্ষাতেও ৯৯.১৪ শতাংশ নম্বর পেতে সক্ষম হয়েছেন। আজ তাঁর এই সাফল্য বাকিদেরও অনুপ্রাণিত করবে।

Madan Mohan Malviya: মদনমোহন মালব্য কে ছিলেন? হায়দ্রাবাদের নিজামকে দিয়েছিলেন উচিত শিক্ষা! পরাধীন ভারতে তাঁর অবিস্মরণীয় অবদান সম্পর্কে জানুন বিস্তারে

Pat Cummins – Usman Khawaja: ICC-র সিদ্ধান্তে অবাক কামিংস! সমর্থন জানালেন ওসমান খাজাকে

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Monday, 25 December 2023, 6:54 pm | Last Updated on Tuesday, 23 January 2024, 8:03 pm by Bahok Desk