SSC Fake Certificate Removal, SSC News, West Bengal News, SSC Scam, এসএসসি স্ক্যাম, পশ্চিমবঙ্গ নিউজ

SSC Fake Certificate Removal: চলতি বছরের ১৮ই নভেম্বর, এসএসসি লিখিত পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই করার সময়ই প্রায় সাড়ে ৩০০ প্রার্থীর তথ্যে গরমিল ধরা পড়ে। স্কুল সার্ভিস কমিশন, গত রবিবার রাতে একটি তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, কোন কোন প্রার্থীর নাম কাটা হয়েছে। এর পাশাপাশি কমিশনের তরফে জানানো হয়েছে প্রার্থীদের নাম বাদ পড়ার কারণ। চলুন জেনে নেওয়া যাক স্কুল সার্ভিস কমিশনের তরফে কী জানানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত।

এসএসসি কী বলেছে?

এসএসসি জানিয়েছে যে, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে, শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে প্রার্থীরা যে তথ্য আপলোড করেছিলেন, তাতে বেশকিছু ভুল ছিল। আবার অনেকেই ভেরিফিকেশনের সময় অভিজ্ঞতার শংসাপত্র দেখাতে পারেননি। তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে তাদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হলেও নথি যাচাইয়ের পর সেই নম্বর কাটা হয় এবং বেশ কিছু প্রার্থীর আবার জাতিগত শংসাপত্রে ভুল ছিল। তাই তারা ‘কাট অফ মার্কস’ পর্যন্ত পৌঁছোতে না পারায় নাম বাদ পড়েছে। এমনকি, প্রায় ২০০ প্রার্থী নথি যাচাইকরণে অনুপস্থিত, আবার কারো কারো ক্ষেত্রে বয়ঃসীমা নিয়েও সমস্যা তৈরি হয়েছে। এর ফলে তারা ইন্টারভিউয়ের ডাক পাবেন না বলেও কমিশন জানিয়ে দিয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উল্লেখ্য, এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী এবার বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয়ে ৭৩ জন মিলে মোট ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম বাদ পড়েছে। নথি যাচাই করানোর পরই প্রার্থীদের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে বেশির ভাগজনই শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য আপলোড করেছিলেন, তাতে ভুল ছিল। আগামীতে জল কতদূর গড়ায় এখন তা দেখার বিষয়।

read more

Published on Monday, 24 November 2025, 4:50 pm | Last Updated on Tuesday, 25 November 2025, 3:15 pm by Bahok Desk