Table of Contents
TMC BLA List Not Included: এসআইআর এর ফর্ম বিলির সময় পূর্ব মেদিনীপুর ও উত্তরবঙ্গের দু-একটি জেলা বাদে রাজ্যের অধিকাংশ বিধানসভা কেন্দ্রেই ৫/৭ শতাংশ বুথে মাত্র পদ্মফুলের বিএলএরা আছেন। তবে, কাজ করা বামপন্থী বিএলএ-দের সংখ্যা পদ্মশিবিরের চেয়ে অনেক বেশি বলেই খবর। তৃণমূল দলের তরফে ১০০ শতাংশ বুথে প্রতিনিধিদের তালিকা জমা দেওয়া সত্ত্বেও এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের ৩৫ শতাংশ বিএলএ-র নাম নির্বাচন কমিশনে নথিভুক্ত না করার কারণ কী? তবে কি বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে পরিকল্পিত চক্রান্ত করেই মাত্র ৬৫ শতাংশের নাম রেজিস্ট্রেশন দেখিয়ে বাকি ৩৫ শতাংশকে বাদ দিল? দলের একাংশের গাফিলতিতেই সকল জেলা তৃণমূল কংগ্রেসের তরফে ‘বিএলএ-২ অ্যাপয়েন্টমেন্ট’ দেওয়া সত্ত্বেও এখনও নির্বাচন কমিশনের কাছে নাম নথিভুক্ত করা হয়নি? উঠছে প্রশ্ন।
কী ঘটেছে?
গত রবিবার থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, নির্বাচন কমিশনে দলীয় বিএলএ-দের নাম রেজিস্ট্রেশন না হওয়ায় দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে। আজ অর্থাৎ সোমবার সাংগঠনিক ভারচুয়াল বৈঠকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন। চলতি বছরের ৯ই ডিসেম্বর এসআইআর প্রক্রিয়ার অংশ হিসাবে কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই প্রতিটি বুথে ভোটারদের নাম বাদ পড়া ও সংযোজন নিয়ে আসল লড়াই শুরু হবে বলে খবর। তৃণমূলের অভিযোগ, এখন যদি ৩৫ শতাংশ বুথে তৃণমূলের বিএলএ-র নাম ও ছবি কমিশনে নথিভুক্ত না থাকে, তবে সেক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের পর চ্যালেঞ্জ জানাতে গেলে পরিচয় ও নামগোত্রহীন রাজনৈতিক প্রতিনিধির দাবি গ্রাহ্য করা হবে না।
এর ফলে নির্বাচন কমিশন তথা কেন্দ্রের শাসকদল বিজেপি পেয়ে যাবে অ্যাডভান্টেজ এবং কমিশন তার ইচ্ছামতো নাম বাদ দেওয়ার সুযোগ পেয়ে যাবে। বিরোধী দলের বিএলএরা অনেকেই সুকৌশলে তৃণমূলের বিএলএ-দের নাম নির্বাচন কমিশনে নথিভুক্ত না করেই এড়িয়ে যাচ্ছেন। বাম ও বিজেপির সমর্থক বিএলএরা কমিশনের দোহাই দিয়ে জোড়াফুলের বিএলএ-দের নাম কমিশনে রেজিস্ট্রেশন করেননি। এমনকি, রাজ্যের অনেক বুথে সরকারি প্রতিনিধি বিএলও-দের সঙ্গে তৃণমূলের বিএলএ-রা বাড়ি বাড়ি ফর্ম বিলি বা সংগ্রহের সময় ঘুরলেও ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ জমা দিয়ে কমিশনের পোর্টালে নাম নথিভুক্ত করেননি। তৃণমূল এখন ৩৫ শতাংশ বুথে নাম নথিভুক্ত করার জন্য জোর দিতে চলেছে।
তৃণমূলের বক্তব্য
নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, গত রবিবার পর্যন্ত রাজ্যের ৬৫ শতাংশ বুথে তৃণমূল এবং ৫৫ শতাংশ বুথে বিজেপির বিএলএ-দের নাম রেজিস্ট্রেশন হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, “প্রায় ৮৫ হাজার বুথে অর্থাৎ ১০০ শতাংশ বুথেই জোড়াফুলের বিএলএ-দের নাম জমা দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে বুথে পাঁচজন করেও বিএলএ দিতে পারে তৃণমূল। অভিযোগ, পরিকল্পিত চক্রান্ত করেই নিজেদের পোর্টালে এখনও তৃণমূলের ৩৫ শতাংশ বিএলএ-র নাম রেজিস্ট্রেশন করেনি বিজেপির বি-টিম নির্বাচন কমিশন।” এসআইআর প্রক্রিয়ায় ৩৫ শতাংশ বুথে দলীয় বিএলএ না থাকার কারণে হিসেবে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার জানিয়েছেন যে, “দলের হিসাবে অবশ্যই ১০০ শতাংশ বিএলএ নিযুক্ত করার জন্য নির্দিষ্ট নাম দিয়েই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে। কিন্তু কমিশনে নথিভুক্ত মাত্র ৬৫ শতাংশ। কিন্তু কেন? দেখতে হবে এআরও নাকি বিএলও, কে বা কারা ইচ্ছাকৃতভাবেই কি নাম রেজিস্ট্রেশন করলেন না, নাকি চিঠিটাই আমাদের কেউ কমিশনের কাছে পৌঁছননি। বিষয়টি পরিকল্পিত চক্রান্ত, নাকি গাফিলতি সেটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
Published on Monday, 24 November 2025, 3:17 pm | Last Updated on Monday, 24 November 2025, 3:17 pm by Bahok Desk









