Table of Contents
WBCHSE Supplementary Exam: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ (WBCHSE), একাদশ শ্রেণীর পরিপুরক পরীক্ষার জন্য নতুন নিয়ম চালু করেছে। বিশেষ করে যারা দ্বিতীয় সেমিস্টারে পাশ করতে পারেনি, সেই সকল শিক্ষার্থীদের জন্য। নতুন নিয়মের অধীনে, ২০২৫ সালে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণকারী যে সকল শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হবে, তাদের পুনরায় এক মাসের মধ্যে পরিপূরক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। এতদিন পর্যন্ত, যে সকল শিক্ষার্থীরা সেমিস্টার ১-এ যেকোনো বিষয়ে বা একটি পত্রে ফেল করত, তাদের সেই একই শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সঙ্গে একটি সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হত। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।
নয়া নিয়ম জারি
নতুন বিধান অনুসারে, এখন যারা সেমিস্টার ২-এ পাশ করতে ব্যর্থ হবে, তারা এক মাসের মধ্যে ফেল করা বিষয়ের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এই নিয়ম আগে ছিল না। এই পরিবর্তন ২০২৪ থেকে ২৫ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। পর্ষদ জানিয়েছে যে, “পরিবর্তিত প্রবিধান ‘৮’, একটি বিশেষ ক্ষেত্রে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। সকল এইচওআই-দের অবিলম্বে প্রবিধান ‘৮’-এর বিভিন্ন দিক বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হচ্ছে।” এর অর্থ হলো, যে সকল শিক্ষার্থী ২০২৫ সালে পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু পাস করতে পারেনি, তারা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তবে, যদি কোনো শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় ফেল করে, তাহলে তাকে পরবর্তী শিক্ষাবর্ষে সেমিস্টার ১ এবং সেমিস্টার ২ এর সকল বিষয় পুনরায় পরীক্ষা দিতে হবে (WBCHSE)।
একাদশ শ্রেণীর পরিপূরক পরীক্ষায় পরিবর্তন
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গ একাদশ শ্রেণীর পরিপুরক পরীক্ষার নতুন নিয়ম নিম্নে আলোচনা করা হলো।
বিদ্যমান নিয়ম ৮ :
- উপ-বিধি: ৮.(i) (ক) : যে শিক্ষার্থী প্রথম সেমিস্টারে কোনো বিষয় পাশ করতে পারবে না, তাকে একই শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারের সঙ্গে একটি সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
- ৮.(১) (ii): এই সম্পূরকটি প্রকাশের পর ৮(১) (i) তে উল্লেখিত পরীক্ষায়, যদি শিক্ষার্থী ৩ (৮) ধারায় উল্লেখিত একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে না পারে, তাহলে তাকে পরবর্তী শিক্ষাবর্ষে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার এর সকল বিষয় পুনরাবৃত্তি করতে হবে।
- ৮ (১) (iv): এই সম্পূরক পরীক্ষাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হবে।
পরিবর্তিত নিয়ম ৮ :
- উপ-বিবি ৮. (১) (i) (a) : যে শিক্ষার্থী প্রথম সেমিস্টারে কোনো বিষয় পাশ করতে পারবে না, তাকে একই শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারের সঙ্গে একটি সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
- ৮. (১) (i) (b) : যে সকল শিক্ষার্থী দ্বিতীয় সেমিস্টারের কোনো বিষয় পাশ করতে পারবে না, তাদেরকে দ্বিতীয় সেমিস্টারের সম্পূরক পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট বাকি প্রশ্নপত্র পাশ করতে হবে, যা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত হবে।
- ৮. (১) (ii): ৮(১)/(i) (a) এবং ৮. (১) (i) (b) অনুচ্ছেদে উল্লিখিত সম্পূরক পরীক্ষা দেওয়ার পরেও যদি শিক্ষার্থী ৩(৮) অনুচ্ছেদে উল্লিখিত একাদশ শ্রেণীতে ‘উত্তীর্ণ’ হতে অক্ষম হয়, তাহলে তাকে পরবর্তী শিক্ষাবর্ষে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সমস্ত বিষয় পুনরাবৃত্তি করতে হবে।
- ৮ (১) (iv): এই সম্পূরক পরীক্ষা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হবে।
Published on Tuesday, 24 June 2025, 5:57 pm | Last Updated on Tuesday, 24 June 2025, 5:57 pm by Bahok Desk









