Table of Contents
Suvendu Adhikari ECI Police Letter: চলতি বছরের ২২শে নভেম্বর, পূর্ব মেদিনীপুরের দিঘায়, পুলিশ কল্যাণ কমিটির নামে অনুষ্ঠিত মহিলা পুলিশ কর্মীদের দ্বিতীয় রাজ্য সম্মেলনের ছবি দেখে পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।
কী ঘটেছে?
চলতি বছরের ২০শে নভেম্বর, দিঘায় অনুষ্ঠিত হয়েছে রাজ্য মহিলা পুলিশের দ্বিতীয় সম্মেলন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক সহ জেলা পুলিশ, রাজ্য পুলিশের শীর্ষ পদাধিকারীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকের নাম ও পদ উল্লেখ করে অভিযোগ করেন যে, ওই সম্মেলনে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের প্রচার করা হয়েছে। এমনকি, চতুর্থবার রাজ্যের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনার স্লোগান তোলা হয়েছে।
শুভেন্দুর অভিযোগ
বিরোধী নেতার অভিযোগ, একটি পুলিশ সম্মেলনকে তৃণমূলের প্রচারমঞ্চে পরিণত করা হয়েছে। শুভেন্দু বলেন, পুলিশ আধিকারিকরা আসলে পুলিশ কল্যাণ সমিতির ছায়ায় নিজেদের রাজনৈতিক পক্ষপাত নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন এবং সেখান থেকে তৃণমূলের হয়ে প্রচার করেছেন। পুলিশ কল্যাণ সমিতির আহ্বায়ক তথা কলকাতা পুলিশের ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত নিজের বক্তব্যে, তাকে নিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদে ফেরানোর আবেদন জানিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ২ পাতার চিঠিতে পুলিশে বক্তব্যের ভিডিও পাঠিয়েছেন শুভেন্দু। তার দাবি, নির্বাচনের সময়ে এই পুলিশের নিরপেক্ষতা সন্দেহাতীত নয়। এই বিষয়ে কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।
শুভেন্দুর দাবি, তৃণমূলের দলদাস এই পুলিশকে ভোটের ডিউটিতে রাখা যাবে না। এতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যেখানে পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষার সেখানে কীভাবে তারা শাসকদলের হয়ে প্রচার করতে পারে? এমনটাই প্রশ্ন তুললেন শুভেন্দু। এই বিষয়ে নির্বাচন কমিশনকে তদন্তের পাশাপাশি পুলিশ কল্যাণ সমিতির আড়ালে রাজনৈতিক পক্ষপাতিত্ব ঘোচাতে নির্দিষ্ট গাইডলাইন জারি করার দাবিও তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু।
Published on Tuesday, 25 November 2025, 3:53 pm | Last Updated on Tuesday, 25 November 2025, 3:53 pm by Bahok Desk









